গুগল মিটের ‘ভার্চুয়াল মিটিং’ প্রচার করা যাবে ইউটিউবে
টেক জায়ান্ট গুগল নতুন ফিচার এনেছে। ফলে গুগল মিটের ব্যবহারকারীরা যেকোনো ভার্চুয়াল মিটিং সরাসরি ইউটিউবে শেয়ার করতে পারবেন। ব্যবহারকারীদের ফিচারটি এনাবল করতে অ্যাক্টিভিটিজ প্যানেল এবং লাইভ স্ট্রিমিং সিলেক্ট করে নেভিগেট করতে হবে।
পরবর্তীতে নিজেদের চ্যানেল সিলেক্ট করে মিটিং সরাসরি ইউটিউবে স্ট্রিমিং করতে পারবেন।
তবে ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য চ্যানেল অ্যাপ্রুভালের প্রয়োজন পড়বে। গুগলের ভাষ্যমতে, লাইভস্ট্রিমং করার আগে চ্যানেলগুলোকে অ্যাপ্রুভাল নিতে হবে।
গুগল মিটের হেলপ পেজে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, যখন হোস্ট ম্যানেজমেন্ট চালু থাকবে তখন শুধুমাত্র হোস্ট এবং সহ-হোস্টরা মিটিংয়ের লাইভ-স্ট্রিমিং করতে পারেন। তবে এই অপশনটি বন্ধ থাকলে মিটিংয়ে উপস্থিত যে কেউ এই লাইভ স্ট্রিমিং করতে পারবেন।
গুগল আরও জানিয়েছে, নতুন ফিচারটি পর্যায়ক্রমে চালু করা হবে।