পিডিএফ ফাইলে স্বাক্ষর করবেন যেভাবে
এখন খুব সহজেই ডিজাল পদ্ধতিতে স্বাক্ষর করা সম্ভব। বিশেষ করে যেকোনো পিডিএফ ডকুমেন্টে স্বাক্ষর করতে পারবেন। এজন্য আলাদা করে স্ক্যান বা প্রিন্ট করার প্রয়োজন হয় না। ফলে টাকা খরচও হয় না।
পিডিএফ-এ ডিজিটাল স্বাক্ষর করার কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। তাহলে চলুন জেনে নিই পদ্ধতিগুলো সম্পর্কে-
১। কোনো পিডিএফ-এ স্বাক্ষর করার জন্য প্রথমে একটি সাদা পাতায় নিজের স্বাক্ষর করে নিন। সেই ছবি তুলে রাখুন। প্রয়োজনে ক্লাউডে সেভ করে রাখতে পারেন। কারণ ক্লাউডে সেভ করে রাখলে যেকোনো জায়গা থেকে অ্যাকসেস করা সম্ভব।
২। এবার নিজের পিসি থেকে পিডিএফ অনলাইন স্বাক্ষর এর জন্য https://www.ilovepdf.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩। সেখানে রয়েছে আপলোড ডকুমেন্ট অপশন। ওই অপশনে ক্লিক করে যে পিডিএফ-ফাইলে স্বাক্ষর করতে চাইছেন সেই ফাইল আপলোড করুন।
৪। ফাইল আপলোডের পর সেখানে জানতে চাওয়া হবে কীভাবে স্বাক্ষর করতে জানতে চাওয়া হবে।
৫। সেখানে ডিজিটাল স্বাক্ষর করার অপশন থাকবে। যদি আপনার কাছে পেন ট্যাব থাকে তাহলে সহজেই পেন ট্যাব দিয়ে নিজের সই করতে পারবেন। যদি না থাকে তাহলে ইমেজ আপলোড অপশনে ক্লিক করুন।
৬। আপলোড করুন আপনার স্বাক্ষর -এর ছবি। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার আপলোড করা স্বাক্ষর পেস্ট করুন। পরে Sign অপশনে ক্লিক করুন।
পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ডকুমেন্টে স্বাক্ষর করা সম্পন্ন হবে। সেই ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে সেই ডকুমেন্ট নির্দিষ্ট ব্যক্তিকে মেইলের মাধ্যমে পাঠাতেও পারবেন।