শাওমির ল্যাপটপ এখন বাংলাদেশে
বাংলাদেশের বাজারে প্রথমবারের মত শাওমি নিয়ে এলো মি নোটবুক ও রেডমিবুক ১৫ সিরিজের ল্যাপটপ।
শাওমির দাবি, মি নোটবুক আল্ট্রা এবং মি নোটবুক প্রো অতুলনীয় গতি, পারফরম্যান্স এবং মিডিয়া এক্সপেরিয়েন্স দেবে। কাটিং-এজ প্রযুক্তির সমন্বয়ে ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে।
এছাড়া রেডমিবুক ১৫ সিরিজটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার ও আধুনিক ডিজাইন, স্টাডি বিল্ট কোয়ালিটি এবং অপ্টিমাইজ স্পেসিফিকেশন। এটি আসছে ১৫.৬ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে, ১১ জেন ইন্টেল কোর প্রসেসরের সঙ্গে ৮ জিবি ডিডিআর৪ ৩২০০ মেগাহার্জ র্যামের সমন্বয়ে। সাথে আছে ১১ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ সিরিজ আনতে পেরে খুব আনন্দিত। মি নোটবুক ও রেডমিবুক ১৫ সিরিজের ল্যাপটপগুলোর মাধ্যমে আমাদের পোর্টোফলিও আরও সমৃদ্ধ করেছি।’
ল্যাপটপগুলো সোমবার থেকে বাংলাদেশে শাওমির অথরাইজড স্টোর এবং রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।
এএ