এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় : প্রথম অধ্যায় (চতুর্থ পর্ব)
সুপ্রিয় এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উথ্থান (১৯৪৭-১৯৭০)’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরে বেশী নম্বর পেতে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায়ের ঘটনাবলী, প্রেক্ষাপট, দিবস মনোযোগসহকারে বুঝে পড়বে।
৪৬। শফিউরের পিতা-জনতার নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন-
(ক) ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ (খ) ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ (গ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৩ (ঘ) ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
৪৭। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা জারি হবে-এ ঘোষণাটি দেয়া হয় কত তারিখে?
(ক) ২৩ ফেব্রুয়ারি,১৯৫২ (খ) ১০ জানুয়ারি, ১৯৫২ (গ) ২০ ফেব্রুয়ারি, ১৯৫২ (ঘ) ২১ জানুয়ারি, ১৯৫২
৪৮। কত তারিখে শফিউর নিহত হন?
(ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৫২ (খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২ (গ) ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২ (ঘ) ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
৪৯। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ব করা হয়?
(ক) ১৫ দিন (খ) ১৭ দিন মাস (গ) ২ মাস (ঘ) ১ মাস
৫০। নিচের কোনটি আলাউদ্দিন আল আজাদের রচিত কবিতা?
(ক) স্মৃতির মিনার (খ) স্বপ্নবোনা মন (গ) শহিদ মিনার (ঘ) ১৪০০ সাল
৫১। ‘কবর’ নাটকটির রচিয়তা কে?
(ক) জহির রায়হান (খ) মুহাম্মদ মিজানুর রহমান (গ) অব্দুল্লাহ আল মামুন (ঘ) ড. মুনীর চৌধুরী
৫২। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচিয়তা কে?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) হুমায়ুন আহমেদ (গ) জহির রায়হান (ঘ) মুনীর চৌধুরী
৫৩। সকল রাজনৈতিক আন্দোলনে কোন আন্দোলন অনুপ্রেরণা যুগিয়েছিল?
(ক) মুসলিম লীগের আন্দোলন (খ) স্বাধীনতা আন্দোলন (গ) ভাষা আন্দোলন (ঘ) ৬৯ এর গণঅভ্যুত্থান
৫৪। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে?
(ক) আব্দুল লতিফ (খ) আলতাফ মাহমুদ (গ) আব্দুল গাফফার চৌধুরী (ঘ)মুনীর চৌধুরী
৫৫। নিচের কোনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা?
(ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি (খ) হাজার বছর ধরে (গ) কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি (ঘ) স্মৃতির মিনার
উত্তর : ৪৬. গ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. ঘ, ৫০. ক, ৫১. ঘ, ৫২. গ, ৫৩. গ, ৫৪. গ, ৫৫. গ।
এমকে