বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট
শনিবার ওরেগনে ইউএস চ্যাম্পিয়নশিপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছিলেন মার্কিন নারী দৌড়বিদ সিডনি ম্যাকলাফলিন। টোকিও অলিম্পিকে ৫১.৪৬ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডলস বিভাগে স্বর্ণ জিতেছিলেন। নিজের সেই রেকর্ডই এবার গুঁড়িয়ে দিলেন সিডনি।
ইউএস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারের হার্ডলস জিততে ম্যাকলাফলিন সময় নিয়েছেন মাত্র ৫১.৪১ সেকেন্ড। এই প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করে স্বর্ণ জিতে আগামী জুলাইয়ে ওরেগনেই অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন তিনি।
— World Athletics (@WorldAthletics) June 25, 2022
বিশ্বরেকর্ড করে উচ্ছ্বসিত ম্যাকলাফলিন বলেন, ‘আমি শুধু দৌড় শেষ করতে চেয়েছিলাম এবং আমি জানতাম কিছু একটা করা সম্ভব। আমরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছি। আমরা সবাই লক্ষ্যে পৌঁছার চেষ্টা করছি।’
২০২০ টোকিও অলিম্পিকে প্রথম অংশ নিয়ে দুটি স্বর্ণপদক জয় করেছিলেন সিডনি। ৪০০ মিটার হার্ডলস ছাড়াও ৪X৪০০ মিটার রিলেতেও স্বর্ণজয় করেছিলেন তিনি।
এইচএমএ/এটি