হকিতে আবাহনী-মোহামেডানকে আমন্ত্রণ, বকেয়া পাবেন জিমিরা!
বাংলাদেশ হকি ফেডারেশন গত কিছুদিন নির্বাচন নিয়ে আলোচনায় ছিল। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে ফেডারেশনের কর্তাব্যক্তিরা এখন মাঠের খেলা নিয়ে ভাবছেন। আজ (মঙ্গলবার) প্রথম সভা ছিল নবনির্বাচিত কমিটির। এতে হকিকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনের অনেক খেলায় সফলতা বয়ে আনছেন বাংলাদেশের নারীরা। সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের আলোকবর্তিকাও নারীদের হাতেই। তাই তো নারী হকিতেও জোর দেওয়ার পরিকল্পনা ফেডারেশনের। বিশেষ করে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানকে নারী হকি দল গড়তে আহবান জানানো হবে।
আরও পড়ুন >> ক্যাম্প ছাড়লেন সাবেক অধিনায়ক
ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ নারী হকি লিগ মাঠে গড়ানোর জন্য ক্লাবগুলোকে চিঠি দেবেন বলে জানান, ‘আমরা নারী হকি লিগ করতে চাই। এর মাধ্যমে আমাদের নারী দলটিও সক্রিয় হবে। অংশগ্রহণকারী ক্লাবগুলোকে সহায়তা করার চেষ্টা করবে ফেডারেশন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ কয়েকটি ক্লাব নিয়ে আগামী আগস্ট-সেপ্টেম্বরে দলবদল এবং অক্টোবরে নারী লিগ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। পরবর্তীতে এই লিগ ফ্রাঞ্চাইজিতে রূপান্তর করারও ভাবনা রয়েছে।
হকিতে ফ্রাঞ্চাইজি লিগ অবশ্য তেমন সুখকর কিছু নয়। গত নভেম্বর-ডিসেম্বরে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হলেও এখনও অনেক দেশি খেলোয়াড় পারিশ্রমিক পাননি। খেলোয়াড়দের সম্মানী আদায়ের জন্য প্রথম সভাতেই আলোচনা হয়েছে, ‘আমাদের সভাপতি মহোদয় এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। তার নির্দেশে আমরা ফেডারেশনের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি স্বত্ত্বাধিকারী ও স্পন্সরের সঙ্গে আলোচনা করব। যদিও ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিল না তারপরও খেলোয়াড়দের স্বার্থ বিবেচনায় আমরা এর সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুতই এর সুরাহা হবে।’
আরও পড়ুন >> জিমিদের কোরিয়ান কোচ বাংলাদেশে
আজকের সভায় ওমানে এশিয়ান ফাইভ-এ সাইড হকি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। ইতোপূর্বে এই ইভেন্টে ভালোই ফলাফল করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে ১৮ জন খেলোয়াড় যাবেন। বাদ পড়া ১২ জনকে নিয়ে ফাইভ-এ সাইড হকির ক্যাম্প করা নিয়ে ভাবছে ফেডারেশন।
আজকের সভায় হকি ফেডারেশনের কয়েকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠন করে সেগুলো অনুমোদন দেওয়া হবে পরবর্তী সভায়। নতুন কমিটির প্রথম সভায় প্রায় সবাই উপস্থিত থাকলেও প্রথমবারের মতো যুগ্ম সম্পাদক হওয়া সাবেক তারকা খেলোয়াড় আরিফুল হক প্রিন্স, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও এই কমিটির সহ-সভাপতি মো. ইউসুফ ও নির্বাহী সদস্য ইউসুফ আলী অনুপস্থিত ছিলেন।
এজেড/এএইচএস