রাজশাহী ও গোপালগঞ্জে স্বাগতিকদের হার
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ শনিবার রাজশাহী ও গোপালগঞ্জ ভেন্যুতে ম্যাচ ছিল। দুই ভেন্যুতে স্বাগতিক দল হেরেছে। গোপালগঞ্জে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ উত্তর বারিধারা এবং রাজশাহীতে একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়। গোপালগঞ্জ ভেন্যুতে এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচ হলেও রাজশাহীতে এবারই প্রথম। ২০১৪ সালে রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হয়েছিল।
বসুন্ধরা কিংসকে হারানো স্বাধীনতা ক্রীড়া সংঘ অপেক্ষাকৃত দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে পয়েন্ট পায়নি। কোচ মারুফুল হকের অধীনে চট্টগ্রাম আবাহনী ভালো ফর্মে রয়েছে। ৮৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর উইলিয়াম এনকুলুলুকু দুই হলুদ কার্ডের সুবাদে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময় দশ জনের দল থাকলেও স্বাধীনতা ভালো কিছু করতে পারেনি। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আগেই দুই গোল দিয়ে রেখেছিলন থ্যাংকগড ও অমিড পোপালজে। ৭৯ মিনিটে এক গোল পরিশোধ করেছিল স্বাধীনতা।
রাজশাহী থেকে পূর্ণ তিন পয়েণ্ট নিয়েই মাঠ ছাড়ে চট্টলার দলটি। এই জয়ে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে বন্দরনগরীর দলটি। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে নবম স্থানে স্বাধীনতা ক্রীড়া সংঘ।
এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে সমান ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারায় উত্তর বারিধারা। জয়ী দলের আরিফ হোসেন ও সুজন বিশ্বাস গোল দু’টি করেন। মুক্তিযোদ্ধার হয়ে এক গোল শোধ দেন সোমা ওতানি। এই জয়ে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘের উপরেই রয়েছে বারিধারা। সমান ম্যাচ খেলে একটি পয়েন্টও সংগ্রহ করতে পারেনি তারা।
আগামীকাল ও পরশু বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। ২২ ফেব্রুয়ারি থেকে লিগের পঞ্চম রাউন্ড।
এজেড/এটি