আবাহনীর হোঁচটের দিন জামালের জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের মধ্যেই পয়েন্ট হারিয়েছে বসুন্ধলা কিংস ও ঢাকা আবাহনী। আজ মুন্সিগঞ্জের শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে।
একই সময় টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে শেখ জামাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে পরাজিত করে। টানা দুই জয়ে শেখ জামাল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আর টানা দুই হারে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তলানিতে।
গাম্বিয়ার সলোমন কিং ম্যাচের ২০ মিনিটে জামালকে লীড এনে দেয়। উজবেকিস্তানের ওতাবেকের সহায়তায় সলোমনের গোল করেন। ৩৭ মিনিটে নাইজেরিয়ান ম্যাথিউ চিন্ডো ব্যবধান দ্বিগুণ করেন। এবার গোলের যোগানদাতা ছিলেন রায়হান হাসান।
২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শেখ জামাল। বিরতির ১০ মিনিট পর আবার গোল করেন নাইজেরিয়ান চিন্ডো। বিরতির পরও শেখ জামালের গোলক্ষুধা কমেনি। ৫৫ মিনিটে ম্যাথিউ নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন।
চট্টগ্রাম আবাহনীতে খেলে নজর কেড়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার চিন্ডো। এবার শেখ জামালে সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। আজ তার জোড়া গোলে শেখ জামাল মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় পায়।
এজেড/এমএইচ