মেসি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারবে না
আশাটা লিওনেল মেসি প্যারিসে পা রাখার দিনই দেখিয়েছিলেন। তবে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার যে আশাটা দেখিয়েছিলেন আর্জেন্টাইন তারকা, তা তাকে দিয়ে পূরণ হবে না, এমন মন্তব্যই করেছেন সাবেক ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা।
পুরো ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কম খেলেননি এভরা। তবে জিততে পেরেছেন কমই। পাঁচ বার খেলে শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে মোটে একবার। তাই স্বপ্নভঙ্গ এড়াতে কী করা চাই তার চেয়ে বেশি আর কে জানবেন?
নিজ অভিজ্ঞতা থেকেই পিএসজিকে সতর্ক করে দিলেন তিনি। সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যম ল্য পারিসিয়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসিকে দলে টেনেছে ওরা, তবে তার পক্ষে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সম্ভব হবে না।’
ফরাসি সাবেক এই ডিফেন্ডার জানালেন, বিষয়টা পুরোপুরি দলগত। এভরার ভাষ্য, ‘বিষয়টা একেবারেই দলীয়, পুরো দলের মানসিকতা কেমন, এর ওপর নির্ভর করে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কাজটা মোটেও সহজ নয়, আমি নিজে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে চারবার হেরেছি।’
এভরা কেন এ কথা বলছেন, তার কিছুটা ইঙ্গিত পাওয়া গেল পরের কথায়। ফরাসি তারকা জানালেন, এমবাপেকে দেখে মনে হয়েছে তার, একটু বেশিই নিজের কথা ভাবেন তার স্বদেশি।
বলেন, ‘ও বেশ পড়াশোনা করা একজন। তবে তাকে দেখলে আমার মনে হয় তার চলার একটা নির্দিষ্ট ছক আছে, যার বাইরে সে যায় না। ওকে আমি পছন্দ করি, তবে সে যেন একটু বেশিই গা বাঁচিয়ে চলার চেষ্টা করে। দেখে মনে হয় মনে অনেক কথা লুকিয়ে রেখেছে সে, মনে হয় কোনো রাজনৈতিক নেতার কথা শুনছি।’
তবে এমবাপে অন্তত মাঠে নিজ থেকে বেশি দলের কথা ভাববেন তিনি। বললেন, ‘আশা করছি, নিজের গোলের কথা ভাবা বাদ দিয়ে সে মাঠে দলের কথা বেশি করে ভাববে। কারণ দিনশেষে ক্লাবই তো বড় তারকা!’
শেষ এক দেড় যুগে কাতারি অর্থলগ্নির ফলে ক্লাবটির কোষাগার স্ফীত হয়েছে বেশ। সেজন্যে অবশ্য বেশ কিছু নিন্দুকও জন্মে গেছে ক্লাবটির। বিশ্বজুড়ে তো আছেই, ফ্রান্সেই তো আছে বেশ কিছু।
তবে এমন কিছুর কোনো অর্থ হয় না বলেও জানালেন তিনি। এভরার ভাষ্য, ‘আমি মার্শেইয়ে খেলেছি, ব্যক্তি জীবনে আমি পিএসজির সমর্থক ছিলাম না কখনোই, অথচ আমি প্যারিসেই বড় হয়েছিলাম। তবে তাই বলে ফ্রান্সের সব দল কেন তাদের বিপক্ষে থাকে সেটাই তো আমি বুঝতে পারি না!’
তিনি জানালেন, চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব হিসেবে তিনি পিএসজিকেও সমর্থন দেন। বললেন, ‘তারা চ্যাম্পিয়ন্স লিগে ফ্রান্সের প্রতিনিধি, তারা যদি কাল চ্যাম্পিয়ন্স লিগ জিতেই যায়, তাহলেও তো আমার খুব গর্ব হবে।’
এনইউ