‘মেসির সঙ্গে দেখা করে রাতে ঘুমাতে পারেনি বাচ্চারা’
আর্জেন্টিনার হয়ে খেলেছেন এক সময়। প্রতিপক্ষ ও সতীর্থ দুই হিসেবেই পেয়েছেন লিওনেল মেসিকে। আন্দ্রেস ডি আলেসান্দ্রো জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা। খেলেছেন ২০১০ বিশ্বকাপেও।
কিন্তু এখন একজন সাধারণ ভক্তের মতোই মেসিতে মুগ্ধ আলেসান্দ্রো। ৪০ বছর বয়সী এই ফুটবলার এখন খেলছেন উরুগুয়ের ক্লাবে নাচিওনালে। তিনি জানালেন, কয়েকদিন আগে মেসির সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা।
নিজেদের সন্তানদের নিয়ে সাবেক সতীর্থের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলেসান্দ্রো। এরপর নাকি সারারাত আর ঘুমাতে পারেননি তার বাচ্চারা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মেসি কীভাবে তাদের দেখে এগিয়ে এসেছিলেন।
আলেসান্দ্রো বলেছেন, ‘মেসি কোনো সাধারণ ফুটবলার না। যে পর্যায়ে সে আছে বা খেলে। প্রতিদিনই সে তার নম্রতা দেখায়, যখন তাকে আমরা টিভিতে দেখি। সাম্প্রতিক সময়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি, কিন্তু যখন বিয়েরা রিওতে অনুশীলন করল, তখন তাকে দেখতে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘সে আমাকে ও আমার বাচ্চাদের অভ্যূর্থনা জানাতে এগিয়ে এসেছে। আমার পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করেনি। মেসি খুব সাধারণ। আমার বাচ্চারা সারারাত ঘুমাতে পারেনি (মেসির সঙ্গে দেখা করার পর)। আমাদের ধারণা ছিল মেসিকে দেখবো, চলে আসবো। কিন্তু সে এগিয়ে আসে ও অনেক্ষণ কথা বলে।’
আর্জেন্টিনায় মেসির সঙ্গে খেলেছেন সতীর্থ হিসেবে। রিয়াল জারাগোজার হয়ে খেলেছেন প্রতিপক্ষ হিসেবেও। বাচ্চারাও নাকি জানতে চান মেসির সঙ্গে খেলা নিয়ে, ‘আমার বাচ্চারা জানতে চায় আমি মেসির সঙ্গে খেলেছি কি না। আমি তাদের বলেছি, অবশ্যই।’
এমএইচ