একসময় ভেবেছি ফুটবল ছেড়ে দেবো, আজ আমি এখানে : রোমেরো
আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা তিনি। ক্রিশ্চিয়ানো রোমেরোর ওপর ভরসা করে দলটির অনেক সমর্থক শুরু করেছেন বড় স্বপ্ন দেখার। চলতি মৌসুমেই তাকে ৫০ মিলিয়নের বেশি খরচ করে আতালান্তা থেকে নিজেদের ক্লাবে এনেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম।
তবে এক সময় ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন এই তারকা ডিফেন্ডার। ২০১৬ সালে ১৮ বছর বয়সে বেলগ্রানার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন রোমেরো। এই ক্লাবটির কিছু ঘটনার জন্যই ফুটবল ছাড়তে চেয়েছিলেন তিনি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন রোমেরো, ‘আমি যেসবের মধ্যে দিয়ে গিয়েছি, ভাবলে কান্না পায়। একটা সময় আমি ফুটবল ছেড়ে দিতে চেয়েছি আর আজ আমি এখানে। ১৭ বছর বয়সে বেলগ্রানার নেতারা অনেক কিছুই করেছিল আমার সঙ্গে আর নানা জিনিস বলেছে।’
‘যখন আমি গেওনাতে যোগ দিলাম। তারা আমাকে বলল তিন মাসের মধ্যে আমাকে কর্দোবায় কাজ খুঁজতে বের হতে হবে। ওই কথাগুলো আমি সবসময়ের জন্য মনে রেখেছি। একটা সময় বেলগ্রানেতে আমি খেলতে চাইনি আর যৌক্তিকভাবেই যেতে চেয়েছিলাম। সেটা ছিল খুব কঠিন বছর। কিন্তু আমি শক্তভাবে ফিরে এসেছি।’
কয়েক দিন আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি পায় পেরু। কিন্তু সেটি থেকে গোল করতে পারেনি তারা। এরপর বেশ আক্রমণাত্মক উদযাপন করতে দেখা যায় রোমেরোকে। তবে তিনি বলছেন, কাউকে অসম্মান করার জন্য ওই রকম উদযাপন করেননি।
রোমেরো বলেছেন, ‘এটা আসলে ম্যাচেরই অংশ। প্রথমার্ধে কিছু বলা হয়েছে, দ্বিতীয়ার্ধেও। কিন্তু আমরা এটা কাউকে অসম্মান দেখানোর জন্য করিনি। এটা ম্যাচের অংশ আর সেখানেই রয়ে গেছে।’
এমএইচ