ফুটবল ম্যাচ চলাকালীন গুলিবর্ষণ
ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক লড়াই। দর্শক ভর্তি গ্যালারী, পরিপূর্ণ মাঠ। কিন্তু মুহূর্তেই সব যেন বিষাদে রূপ নিল। হঠাৎ গুলি বর্ষিত হয় মাঠে। আহত হয়েছেন অনেকে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামায় ঘটেছে।
অ্যালাব্যামায় একটি কলেজ ফুটবল ম্যাচ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে গুলির আওয়াজে খেলোয়াড়রা মাঠে শুয়ে পড়েন। গ্যালারিতে থাকা দর্শকদের দৌড়াদৌড়িতে অনেকে পড়ে যান। কিছুক্ষণ শুয়ে থাকার পর খেলোয়াড়রা ড্রেসিংরুমের দিকে দৌড়ে যান।
ঘটনাটি ঘটেছে উইলিয়ামসন হাইস্কুল বনাম ভিগোর হাইস্কুলের ম্যাচ চলাকালীন। সেই সময় শেষ রাউন্ডের ম্যাচ চলছিল। হঠাৎ গুলি চলতে শুরু করে। ঘটনায় আহত হয়েছেন তিনজন পুরুষ ও একজন মহিলা। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্টেডিয়ামের ভেতরে গুলি চলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ ধারণা করছে বন্দুকবাজ একজনই ছিল। গুলি চালিয়ে সে ভিড়ের মধ্যে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে অপরাধীকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যনুযায়ী ম্যাচ শেষের দিকে জন্য দর্শকরা যখন মাঠ ত্যাগ করছিলেন, তখনই ঘটনার সূত্রপাত। পুলিশের অন্য আরেকটি দল জানিয়েছে ঘটনাস্থলে দুজন আততায়ী ছিল। কী কারণে এই গুলি চালানো হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলি চলার পরে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে দেয়। অসংখ্য দর্শক একটি গেট দিয়ে বের হতে চায়।
২০১৯ সালের অগাস্ট মাসে এই লাড-পেবেলস স্টেডিয়ামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ২বছর পর আবার গুলি চালানোর ঘটনা ঘটল। ফলে নিরাপত্তা নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা।
ফুটবল মাঠে এইরকম ঘটনা কখনো কাম্য নয় কিন্তু যুক্তরাষ্ট্রের মতো এমন উন্নত দেশে। এমন ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
এমএফ