দল ঘোষণার ৬ ঘণ্টা পর ডাক পেলেন আবাহনীর হৃদয়
বুধবার দুপুর একটার দিকে ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ অস্কার ব্রুজন। ওই দল ঘোষণার ছয় ঘণ্টা পর বাফুফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আরেকজন খেলোয়াড় অর্ন্তভূক্ত করেছে। ঢাকা আবাহনীর ডিফেন্ডার মোঃ হৃদয়কে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে।
প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর ২৪ ম্যাচের মধ্যে নিয়মিত একাদশে তাকে দেখা যায়নি। মাঝেমধ্যে বদলি হিসেবে খেলেছেন। এমন একজন খেলোয়াড়কে ডেকে আবার দল গঠন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ল।
সাফের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দলের তালিকা সাফ কার্যালয়ে পাঠিয়েছে বাফুফে। ওই ৩৫ জনের মধ্যেও ছিলেন না হৃদয়। ৩৫ জনের মধ্যে না থাকা একজনকে কেন সাফের স্কোয়াডে ডাকা হলো এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি কোচ অস্কার ব্রুজন এবং ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কাছ থেকে।
প্রাথমিক ৩৫ জনের মধ্যে থেকে ২৬ জনকে ডেকেছেন কোচ অস্কার। ৩৫ জনের মধ্যে ২৬ জনের মধ্যে আসতে পারেননি সেই নয় জন হলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন খান, সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার মারাজ হোসেন ও ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা ও পাপন সিং ফরোয়ার্ড, পুলিশের ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল, ইংল্যান্ড প্রবাসী জুলকারনে ও চট্টগ্রাম আবাহনীর নাসিরুল ইসলাম নাসির। এই ৩৫ জনের মধ্যে না থেকেও কেন হৃদয়কে ডাকা হলো সেটা বড় প্রশ্নই।
ঘরোয়া ফুটবলে স্বার্থের ও প্রভাবের দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত তিন বছরে আবাহনী ও বসুন্ধরা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। জাতীয় দলে কোচিং স্টাফ প্রায় সবাই কিংসের আর ম্যানেজার আবাহনীর। এই বিষয়টি সমস্যার হবে না কি না, প্রশ্ন ছিল দুপুরের প্রেস কনফারেন্সে।
ম্যানেজার রুপুর উত্তর ছিল, ‘আগেও বলেছি এই ব্যাপারে। সবার আগে দেশ। আমরা পাশাপাশি বসে আছি। এভাবে সৌহাদ্যপূর্ণভাবে দেশের জন্য কাজ করব।’ এমন মন্তব্যের ছয় ঘণ্টা পর প্রাথমিক তালিকায় না থাকা খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় ফুটবলাঙ্গনে নতুন আলোচনা তৈরি হলো।
আগামীকাল বিকেলে হৃদয়সহ মোট ২৭ জন ফুটবলার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন। অস্কারের জাতীয় দলের কোচ হিসেবে অনুশীলনের অভিষেকও হবে।
এজেড/এমএইচ