মেসি-নেইমার নাকি এমবাপে, পিএসজির পেনাল্টি কে নেবেন?
এই মৌসুমে দারুণ দল গড়েছে প্যারিস সেইন্ট জার্মেইঁ। লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ এখন ফরাসি ক্লাবটির। আক্রমণভাগে মেসির পাশাপাশি মাঝমাঠে জর্জিনিও ওয়াইনাল্ডাম ও রক্ষণভাগে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসকে দলে ভিড়িয়েছে তারা।
তিন বিভাগেই তারকা খেলোয়াড়দের সংযোজন পিএসজিকে করেছে আরও ভারসাম্যপূর্ণ করেছে। সমর্থকদের মতো অনেক ফুটবল বিশেষজ্ঞও মনে করছেন এটাই সেরা সুযোগ অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার। কিন্তু এ বিষয়ে খোদ পিএসজি খেলোয়াড়রা কি মনে করেন? স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার আন্দ্রে হেরেরা জানিয়েছেন দল নিয়ে তার ভাবনা।
মেসির আগমনের পর অন্যতম বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় পিএসজির হয়ে কে এখন পেনাল্টি নিবেন। নেইমার, এমবাপে এবং মেসি তিনজনেই যেকোন প্রথম সারির দলে পেনাল্টি নেওয়ার যোগ্য দাবিদার। হেরেরাকে এই প্রশ্ন করা হলে তিনি হেসে জানান আর যেই পেনাল্টি নিক তিনি অন্তত সেই দায়িত্ব পাবেন না।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড় বলেন, ‘এটা এখনো নির্ধারণ করা হয়নি। আমার মনে হয় না এটা নিয়ে কোন সমস্যা হবে কেননা তাদের (মেসি, নেইমার, এমবাপে) সম্পর্ক বেশ ভালো। আমি জানি না তারা পালাক্রমে পেনাল্টি নেবে না রক পেপার সিজার খেলে নির্ধারণ করবে।’
এই তিনজনের মধ্যে কে সেরা এমন কঠিন প্রশ্ন কৌশলে এড়িয়ে গিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘আপনি যদি ফাঁকা জায়গায় যাওয়ার কথা বলেন কিলিয়ান (এমবাপে) সেরা, চিন্তাশক্তির দিক দিয়ে নেইমার সেরা, আর বাকি সব কিছুতে মেসি সেরা।’
তবে মেসির প্রশংসাটা একটু বেশিই করলেন হেরেরা। তিনি বলেন, ‘সে খেলাটা অনেক ভালো বুঝে। সে জানে কখন লম্বা পাসে খেলতে হবে আর কখন ছোট পাসে। সে সেরা লেফট উইঙ্গার হতে পারে আবার সেরা রাইট উইঙ্গারও হতে পারে। গোলকিপার ছাড়া বাকি সব পজিশনেই লিও(মেসি) সেরা হতে পারবে।’
চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে হেরেরা বলেন, ‘আমি বুঝি না অন্যান্য বড় দলগুলোর চাইতে পিএসজির ওপরই কেন প্রত্যাশাটা বেশি। টানা দুই বছর ফাইনাল ও সেমি ফাইনাল খেলাটা ক্লাবের জন্য বড় অর্জন। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলে যতটা সবাই আশা করে ততটা মদ্রিদ (রিয়াল মাদ্রিদ), চেলসি, বার্সেলোনা, সিটি এবং জুভেন্তাসের বেলায় কেউ করে না। আমার মনে হয় এটা বাড়াবাড়ি।’
দলে নিজের ভূমিকা নিয়েও কথা বলেন এই মিডফিল্ডার। সেরা তিন ফরোয়ার্ডের জ্বলে উঠতে হলে যে মিডফিল্ডারদের বল যোগানোর কাজটা ঠিকভাবে করতে হবে তা ভালো করেই জানেন হেরেরা। এ বিষয়ে তিনি বলেন, ‘তারাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কিন্তু আপনি তাদেরকে বলতে পারেন না প্রতি খেলায় ১৩ কিলোমিটার দৌড়াতে। বরং সে কাজটা আমি, জর্জিনিও, গুয়ে কিংবা পারেদেস করতে পারে। আমাদের কাজ তাদের সাহায্য করা।‘
মেসির কোপা জয় প্রসঙ্গেও মন্তব্য করেন এই স্প্যানিশ ফুটবলার। তিনি বলেন, ‘তার ওপর প্রচন্ড মানসিক চাপ ছিল। আমি আনন্দিত লিও এখন এটা(কোপা আমেরিকা) জিতেছে এবং এটা সত্যিই তার জন্য বিশেষ কিছু।‘
এআইএ/এমএইচ