বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৮ গোল হজম সাবিনাদের
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের অভিষেকটা সুখকর হয়নি। জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে এশিয়াডে যাত্রা হলো সাবিনা খাতুনদের। বিশাল ব্যবধানে হারলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলেছে, এটাও বড় প্রাপ্তি বাংলাদেশের।
ম্যাচের দুই অর্ধে বাংলাদেশ চারটি করে গোল হজম করেছে। শক্তিশালী জাপানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্যই ছিল সম্মানজনক ব্যবধানে হারা। ৯০ মিনিট শেষে অবশ্য সেটা হয়নি। এরপরও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা সাবিনাদের অন্য ম্যাচে কাজে দেবে।
শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে সব ক্ষেত্রেই এগিয়ে জাপান। তাই বল পজেশনসহ সবক্ষেত্রেই জাপান ছিল দাপুটে। ম্যাচজুড়ে বাংলাদেশ অর্ধেই বল ঘুরেছে। বাংলাদেশের খেলোয়াড়রা বল পেলেও বেশিক্ষণ পায়ে রাখতে পারেননি। সাবিনাদের এশিয়াড অভিষেকের মতো কোচ সাইফুল বারী টিটুর নারী দলের অভিষেকটিও সুখকর হয়নি। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। তারাও নারী বিশ্বকাপ খেলেছে সম্প্রতি। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারানোই মূল লক্ষ্য বাংলাদেশের।
৭ মিনিটে চিবার গোলে জাপান স্কোরলাইন খুলে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তানিকা। ২৯ মিনিটে চিবা আরেকটি গোল করেন। বিরতির আগে আরেক গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সাকিবারার জোড়া গোল, তানিকা আরেকটি ও হুইকাতা এক গোল করেন। ফলে ৮-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সাবিনার দল।
এজেড/এএইচএস