চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় সৌদি ক্লাব
দলবদলের বাজারে দাপট চলছে সৌদি আরবের ক্লাব ফুটবলের। চলতি গ্রীষ্মের ট্রান্সফারে তারা বড় বড় তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে এবার দেশটির প্রো লিগে নাম লিখিয়েছেন করিম বেনজেমা, নেইমার জুনিয়র, জর্ডান হেন্ডারসন ও এনগোলো কান্তেরা। যা তাদেরকে আরও বড় স্বপ্নের দিকে ধাবিত করেছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দল পাঠাতে চায়।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, সম্প্রতি বেশকিছু অনুষ্ঠানে উয়েফা কর্মকর্তাদের সঙ্গে সৌদি ফুটবল সংশ্লিষ্টদের সাক্ষাতের ঘটনা ঘটেছে। সেখানে সৌদি আরব তাদের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের ইচ্ছার কথা জানায়। যদিও আগামী বছরের মধ্যে এটি সম্ভব নয়। দুপক্ষের সাক্ষাতে চ্যাম্পিয়ন দলকে পুরষ্কৃত করতে আলাদা একটি প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। যা সৌদি আরব বেশ গুরুত্বের সঙ্গে দেখছে।
আগামী কয়েকদিনের মধ্যে কোপা লিবার্তাদোরেসের জন্য কনকাকাফের দল ঘোষণার কথা রয়েছে। ইতোমধ্যে কনকাকাফে জায়গা করে নিয়েছে লিওনেল মেসিদের ইন্টার মায়ামি। মেসির আমেরিকান লিগের সঙ্গে কিছুদিন ধরেই রোনালদো-বেনজেমা কিংবা নেইমারদের সৌদি লিগের তুলনা চলছে। ইউরোপসেরার আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার দাবি জানিয়ে আসছে দুপক্ষই। তবে নিকটবর্তী সময়ের ভেতর উয়েফা তাদেরকে বিবেচনায় নেওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন >> রোনালদোকে নিয়ে যা বললেন নেইমার
— MARCA (@marca) August 17, 2023
এটি সত্য যে, ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্তারা তাদের টুর্নামেন্টকে আরও লাভজনক করতে যেকোনো পন্থা অনুসরণ করতে প্রস্তুত। সে লক্ষ্যে উয়েফা মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে চায়। ইতোমধ্যে প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করেছে ইউরোপের ফুটবল সংস্থাটি। সেই তুলনায় পিছিয়ে আছে সৌদি ফুটবল, তবে তাদের সঙ্গেও আলোচনা চলমান।
অন্যদিকে, ইতালির সংবাদমাধ্যম করিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে সৌদি ক্লাবের অংশ নেওয়ার অনুমতি চাইবেন দেশটির ফুটবল কর্তারা। ‘ওয়াইল্ড কার্ড’-এর মাধ্যমে এই টুর্নামেন্টে সৌদি ক্লাবের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান তারা। যা সৌদি আরব ২০২৪-২৫ মৌসুম থেকেই শুরু করতে চায়।
আরও পড়ুন >> আর কোনো পথ খোলা ছিল না নেইমারের!
সৌদি আরবের ক্লাবগুলো দুটি আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফএ) আয়োজিত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ, কিছুদিন আগে রোনালদোর আল নাসর টুর্নামেন্টটির শিরোপা জিতেছে। আরব বিশ্বের শীর্ষ লিগে খেলা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই। তবে ‘ওয়াইল্ড কার্ড’-এর মাধ্যমে অনুমতি পেলে সৌদি শীর্ষ ৪টি ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যেতে পারে।
এএইচএস