মেসির উদযাপনে লাভের মুখ দেখছে অ্যাডিডাস
যুক্তরাষ্ট্রে গিয়ে রীতিমতো উড়ন্ত ফর্মে আছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। মাঠে তার দারুণ পারফর্ম্যান্সের সুবাদে সময়টা ভাল কাটছে ইন্টার মায়ামির। তিন ম্যাচে মেসি গোল করেছেন ৫ টি। আর এর সবকটি ম্যাচেই জয়ের মুখ দেখেছে তার দল ইন্টার মায়ামি।
গোল করার পর মেসিকে খুব বেশি উদযাপন করতে দেখা যায়নি কখনো। আর্জেন্টাইন তারকার নিত্যনতুন উদযাপন তাই ভক্ত সমর্থকদের জন্য এনে দেয় বাড়তি আলোচনা। সম্প্রতি তাকে দেখা গিয়েছে চলচ্চিত্র নির্মাণ সংস্থা মার্ভেলের দুই চরিত্র ‘থর’ এবং ‘ব্ল্যাক প্যানথার’ এর আদলে উদযাপন করতে। আর ছোট এই দুই উদযাপনেই লাভের মুখ দেখেছে ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাস।
আরও পড়ুন: Lionel Messi: মেসির নতুন উদযাপনের কারণ জানালেন রোকুজ্জো
ঘটনার সূত্রপাত গত জুলাই মাসের ২৬ তারিখ। লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেন এই আর্জেন্টাইন। এরপরই তাকে দেখা যায় বিশেষভাবে হাত ইশারা করতে। পরবর্তীতে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জে জানান, মার্ভেল কমিক্স এর চরিত্র থর এর অণুকরনেই নাকি মেসির এমন উদযাপন।
এরপরেই শোনা গেল অন্যরকমের খবর। যুক্তরাষ্ট্রে অ্যাডিডাসের তৈরি ‘থর’ সংস্করণের ফুটবল নাকি এখন বিক্রি হচ্ছে ১৭০ মার্কিন ডলারে। স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি, মেসির এমন উদযাপনও সম্ভবত দেখা গিয়েছে বাণিজ্যিক কারণে!
এমন দাবির পিছনে কারণও আছে। অ্যাডিডাসের ‘ক্যাপ্টেন আমেরিকা’ সংস্করণের ফুটবলের দাম ১৭০ ডলারের অনেকখানি কম। অথচ, মেসির উদযাপনের পরেই থর সংস্করণের ফুটবলের দাম এখন আকাশ ছুঁয়েছে।
লিগ কাপের শেষ ম্যাচে মেসিকে দেখা গিয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রের ওয়াকান্ডা ফরেভার এর আদলে উদযাপন করতে। পরের ম্যাচে তাকে কোন উদযাপনে দেখা যাবে তা নিয়ে এখন থেকেই হিসেব কষতে শুরু করেছেন চলচ্চিত্র ভক্তরা।
মেসির পরের ম্যাচ লিগ কাপের রাউন্ড অফ সিক্সটিনে। প্রতিপক্ষ ওয়েস্টার্ন কনফারেন্সের ৮ম স্থানে থাকা এফসি ডালাস। এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মত মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবেন এই আর্জেন্টাইন তারকা। বাংলাদেশের স্থানীয় সময় ৭ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
জেএ