মাঠে অশোভন আচরণ করলেই কঠোর শাস্তি
সাধারণত ফুটবল মাঠে কড়া ট্যাকল কিংবা অশোভন আচরণের দায়ে আগে থেকেই শাস্তির বিধান ছিল। নতুন নিয়মে আরও কঠোর শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যেখানে খেলোয়াড় ও কোচের পাশাপাশি শাস্তির মুখোমুখি হতে পারে নির্দিষ্ট ক্লাবটিও। এছাড়া রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানানো কিংবা অফিসিয়ালস কেউ টাচলাইন অতিক্রম করলে তাদেরও শাস্তি পেতে হবে।
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এফএ। আসন্ন ২০২৩-২৪ মৌসুম থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে। যা বলবৎ থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুটবল লিগ, ওমেন সুপার লিগ, ওমেন্স চ্যাম্পিয়নশিপসহ চার পর্যায়ের ন্যাশনাল লিগের ম্যাচেও।
নতুন বিধান অনুসারে, ম্যাচ রেফারির সিদ্ধান্তকে ঘিরে তার উদ্দেশে শারিরীক কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিংবা আচরণ এবং তাকে ঘিরে ধরলে অন্তত একটি হলুদ কার্ড দেখানো হবে এবং এফএ-এর কাছে তা রিপোর্ট করা হবে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হতে পারে ক্লাবের বিরুদ্ধেও। এছাড়া দর্শকদের বিরূপ আচরণ, দুয়ো দেওয়া কিংবা উসকানিমূলক গানের কোরাস তোলার বিষয়গুলোকেও পর্যবেক্ষণে রাখা হবে।
— Premier League (@premierleague) July 31, 2023
এ বিষয়ে এফএ’র প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলছেন, ‘আমাদের লক্ষ্য মাঠে এবং টাচলাইনের বাইরে থেকে রেফারিকে যেন যথার্থ সম্মান ও মর্যাদা দেওয়া হয়। এমনকি গ্যালারি থেকে নেতিবাচক আচরণের ঘটনাও আমরা সহ্য করব না।’
প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমে ম্যাচ অফিসিয়ালদের ঘিরে ধরা কিংবা মাঠে সংঘর্ষের জন্য ২০টিরও বেশি জরিমানা করে এফএ। অর্থের মোট অঙ্কটা ছিল ১০ লাখ পাউন্ডের বেশি। এবারের নিয়মে সেই জরিমানা ও শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে!
এএইচএস