পিএসজিতে গেলে ভ্লাহোভিচের ‘আঙুল কেটে নেওয়ার’ হুমকি
হতাশায় মোড়ানো এক মৌসুম শেষে নতুন করে দল গোছাচ্ছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। দলটির কোচের দায়িত্বে এসেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকে। শক্তিশালী স্কোয়াড গঠনে তারা ইতোমধ্যে ৬ তরুণ ফুটবলারকে দলে ভিড়িয়েছে। যদিও কিলিয়ান এমবাপের থাকা নিয়ে পিএসজির এখন দোটানা অবস্থা। তবে আক্রমনভাগের শক্তি বাড়াতে ফরাসিরা জুভেন্তাস ফরোয়ার্ড ডুসান ভ্লাহোভিচকে আনতে চায়। অথচ সেই ভ্লাহোভিচকেই এবার উগ্র আল্ট্রাস সমর্থকরা হুমকি দিয়েছে!
সার্বিয়ান এই স্ট্রাইকারের সঙ্গে এখনও কথা পাকাপাকি হয়নি পিএসজির। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি ক্লাবটির কিছু সমর্থকের রোষানলে পড়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, পিএসজির কিছু আল্ট্রাস সমর্থক হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসের সামনে জড়ো হয়েছিলেন। সে সময় তারা ভ্লাহোভিচের উদ্দেশে দেওয়া বার্তায় বলেছেন, ‘যদি তুমি এখানে আসো, আমরা তোমার তিনটি আঙুল কেটে ফেলব।’
মূলত ৮ পিএসজি সমর্থক একটি ব্যানারে এই বার্তা লিখে কিছুক্ষণ পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামের সামনে অবস্থান নেন। তিনটি আঙুল কেটে নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমটি বলছে, কিছুদিন আগে সার্বিয়া জাতীয় দলের হয়ে খেলার সময় তিনটি আঙুল দিয়ে কসোভোর বিষয়ে নিজের অবস্থান জানান দেন ভ্লাহোভিচ। অর্থাৎ বিবদমান কসোভোকে নিজ দেশ সার্বিয়ার অংশ হিসেবে ঘোষণা দেন তিনি। এই সংক্রান্ত একটি লেখা পরিহিত টি-শার্ট গায়ে আরও দুই সতীর্থ তার সঙ্গে যোগ দেন। যেখানে লেখা ছিল, ‘কসোভোয় একমাত্র সার্বিয়ার কর্তৃত্ব চলবে।’
সার্বিয়ান অর্থোডক্স রীতি অনুযায়ী, তিন সংখ্যাটি খুবই গুরুত্ববহ। ‘থ্রি ফিঙ্গার’ এবং ত্রিভূজ প্রতীকের মাধ্যমে দেশটির অর্থোডক্সি রীতির জানান দেওয়া হয়। তাই সার্বিয়া হাত উঠিয়ে সম্মান জানানো, কোনো ইঙ্গিতপূর্ণ আচরণ কিংবা নিজেদের কর্তৃত্ব বোঝাতে এই প্রতীকের ব্যবহার করা হয়। কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করার পর ভ্লাহোমিচ, রাদোঞ্জিস (তুরিনো) এবং মিত্রভিচ (গেটাফে) থ্রি ফিঙ্গার দেখিয়ে উদযাপন করেছিলেন।
তবে এটি প্রথম কোনো আল্ট্রাস সমর্থকের বিরূপ আচরণ নয়, এর আগে তারা লুকাস হার্নান্দেজের সঙ্গে বাজে ব্যবহার করেছিল। এ সম্পর্কে লুকাসের মন্তব্য, ‘পিএসজির প্রতিদ্বন্দ্বী ক্লাব মার্সেইয়ে এক সময় আমার বাবা খেলেছেন। তাই ক্লাবটির সঙ্গে ভালো সম্পর্কের কারণে পিএসজি সমর্থকরা আমাকে স্বাগত জানায়নি।’
পিএসজি থেকে মৌসুম শেষেই আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এরপর এমবাপেও ক্লাব থেকে যাই যাই করছেন। পিএসজিতে থাকার বিষয়ে তার অনাগ্রহে নাখোশ ক্লাব কর্তৃপক্ষ। তাই তারাও ফ্রি এজেন্ট হওয়ার আগেই এমবাপেকে বেচে দিতে চায়। সে কারণে তাদের জায়গায় আক্রমণভাগে ২৩ বছর বয়সী ভ্লাহোভিচকে চাচ্ছে নাসের আল খেলাইফির ক্লাবটি।
— MARCA (@marca) July 17, 2023
আগামী মৌসুম শেষে পিএসজির সঙ্গে বিশ্বকাপজয়ী ফ্রান্স ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরই তিনি হয়ে পড়বেন ফ্রি এজেন্ট। ইতোমধ্যে এমবাপেকে রিয়াল মাদ্রিদে নেওয়ার ব্যাপারে জোর আলোচনা চলছে, যদিও আনুষ্ঠানিক কোনো ঐক্যমত্যে পৌঁছায়নি দুপক্ষ।
এএইচএস