ম্যানইউ মানলেও শাস্তির বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা
২০২২ সালে আর্থিক সংগতি নীতি না মানায় বার্সেলোনাকে পাঁচ লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। একই অপরাধে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এই শাস্তি মেনে নিলেও আপিল করতে যাচ্ছে বার্সেলোনা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা শুক্রবার শাস্তি ঘোষণার পরই কাতালান ক্লাবটির এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।
স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর জানিয়েছে, বার্সা মনে করে ২০২২ সালে তারা সবকিছুই লা লিগার অনুমোদন নিয়েই করেছে। যে কারণে শাস্তি এড়াতে আপিল করতে চায় কাতালান ক্লাবটি। একইসঙ্গে এমন শাস্তি অসামঞ্জস্য বলেও মন্তব্য তাদের।
— Barça Universal (@BarcaUniversal) July 14, 2023
কেবল বার্সেলোনা ও ইউনাইটেড নয়, শাস্তি পেয়েছে সাইপ্রাসের দল অ্যাপোয়েল ও তুরস্কের ক্লাব কোনিয়াস্পোরও। এই দুই ক্লাবকে এক লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। জরিমানা গুনতে হচ্ছে তুরস্কের দল ইস্তাম্বুল বাসাকশেহির ও ত্রাবজোনস্পোর, বেলজিয়ামের দল লয়্যাল অ্যান্টেওয়ার্প আর আন্ডারলেখটকে। তবে তাদের আপিল করার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন >> দর্শকশূন্য মাঠে ম্যাচ খেলবে বার্সেলোনা
এর আগে সেপ্টেম্বরে উয়েফার সঙ্গে সমঝোতায় সম্মত হয়েছিল পিএসজি, এসি মিলান, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। এরপর তারা ২০২২ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করেছে। তবে অন্যান্য সব ক্লাবের মতোই তাদের ওপরও নজরদারি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল উয়েফা।
— (@Philipmelo126) July 14, 2023
জরিমানার খবরটি পেয়ে এক বিবৃতিতে ইউনাইটেড হতাশা প্রকাশ করলেও তারা শাস্তি মেনে নিয়েছে, ‘হতাশ হলেও ম্যানচেস্টার ইউনাইটেড এই জরিমানা মেনে নিয়েছে। উয়েফা জানিয়েছে, আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম কম ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে।’
এএইচএস