ভবিষ্যতে আর কেউ মেসি হবে না : মার্টিনেজ
কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ঘুচিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একইসঙ্গে সাড়ে তিন দশক পর আকাশী-সাদা জার্সিধারীদের সোনালী ট্রফি জয়ের স্বাদ এনে দিয়েছেন। এর মাধ্যমে বিশ্বসেরা হওয়ার বিষয়ে চলমান অনেক আলোচনার অবসান করেছেন এই ক্ষুদে জাদুকর। সতীর্থদের কাছেও তিনি পরম আরাধ্য। তাই তো সুযোগ পেলেই বিশ্বচ্যাম্পিয়ন দলটির অন্য সদস্যরা মেসি-বন্দনায় মেতে ওঠেন। ভারতের কলকাতায় বসেও একইভাবে এই মহাতারকার স্তুতি গেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
দুই দিনের সফরে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তার আগমনে তুমুল উন্মাদনায় ভাসছেন ভক্তরা। মার্টিনেজের আগমনকে কেন্দ্র করে শহরটিতে একাধিক অনুষ্ঠান এবং সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানেই নিজের সতীর্থ মেসিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভবিষ্যতে তার মতো আর কেউ হবে না উচ্চারণ করেছেন দৃঢ়কণ্ঠে।
আরও পড়ুন >> মেসিদের যে জার্সির দাম সাড়ে ৭ হাজার
মোহনবাগান ক্লাবের সাবেক ফুটবলারদের মিলনমেলা প্রাঙ্গণে এক আলাপচারিতায় মার্টিনেজ বলেন, ‘মেসি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। মেসি একজনই। ভবিষ্যতে আর কেউ মেসি হবে না। আমি ভাগ্যবান যে মেসির সঙ্গে খেলি।’
— RevSportz (@RevSportz) July 4, 2023
একইসঙ্গে মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে চলমান আলোচনাকেও উসকে দিয়েছেন মার্টিনেজ। তার চোখে রোনালদো শুধুমাত্র একজন ফুটবলার, এর বেশি নয়। তাই তো দুজনের মধ্যে স্বদেশি তারকা মেসিকেই এগিয়ে রেখেছেন তিনি। একইসঙ্গে স্মরণ করেছেন ফ্রান্সের সঙ্গে ফাইনালে টাইব্রেকার পরবতী সময়ের কথা, ‘মেসি এসে বলেছিল, তুমি আগেও আমাদের জিতিয়েছ। আবার জেতালে। অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন >> মঞ্চে মার্টিনেজের সঙ্গে সেলফি নিতে হুড়োহুড়ি, অতঃপর...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পর গোটা দল যখন একদিকে উল্লাসে মত্ত, তখন মেসি ছুটে গিয়েছিলেন তার প্রিয় ‘দিবু’র কাছে। বিশ্বকাপের ফাইনালে জেতার পরও তাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিল মেসিকে। অথচ কাতারে আর্জেন্টিনার ফুটবলারদের একটাই লক্ষ্য ছিল, মেসির জন্য কাপ জেতা। সেই কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে গেলেও তাদের বিশ্বাস ছিল যে শেষপর্যন্ত তারাই জিতবেন।
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
বিশ্বকাপ জয়ের পথে অধিনায়ক মেসি সামনে থেকে নেতৃত্ব দিলেও একেবারে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান ছিল মার্টিনেজের। ফাইনালে অতিরিক্ত সময়ের শেষদিকে সামনে এগিয়ে এসে তিনি ফ্রান্সের কোলো মুয়ানির শট বাঁচিয়ে দিয়েছিলেন। নইলে সেখানেই স্বপ্নভঙ্গ হত মেসিদের। এর আগে কোপা আমেরিকার শিরোপা জয়েও দারুণ অবদান ছিল এই গোলরক্ষকের। আগামী কোপাও জয়ের আশা মার্টিনেজের, ‘সামনের বছর কোপা জিততে চাই। তারপর আবার বিশ্বকাপ জিততে নামব। আমাদের দল খুব ভালো। পরের বারও বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে আমাদের।’
এএইচএস