২ বছরের চুক্তিতে বার্সায় গুন্দোয়ান
গুঞ্জন ছিল জোরেশোরেই, আনুষ্ঠানিক ঘোষণাটাই ছিল কেবল বাকি। এবার সেটাও চলে এলো। ম্যানচেস্টার সিটি থেকে ‘ফ্রি এজেন্ট’ ইকাই গুন্দোয়ানকে দুই মৌসুমের চুক্তিতে দলে টেনেছে বার্সেলোনা।
ক্লাবের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে গুন্দোয়ানকে দলে টানার খবর জানায় বার্সেলোনা। চুক্তিতে মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। জার্মান মিডফিল্ডারের বাইআউট ক্লজ রাখা হয়েছে ৪০ কোটি ইউরো।
গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল ক্যাম্প ন্যুয়ে যোগ দিতে পারেন গুন্দোয়ান। সিটি কোচ পেপ গুয়ার্দিওলা খুব করেই অভিজ্ঞ এই ফুটবলারকে ধরে রাখতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নতুন ঠিকানা খুঁজে নিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন গুন্দোয়ান। এরপর থেকে দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। সবশেষ দুই মৌসুমে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। অধিনায়ক হিসেবে ২০২২-২৩ মৌসুমে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক ‘ট্রেবল।’ এফএ কাপের ফাইনালে ১৩ সেকেন্ডে গোল করে জায়গা করে নেন রেকর্ড বইয়ে।
সিটির জার্সিতে পাঁচটি প্রিমিয়ার লিগের শিরোপাসহ মোট ১৪টি ট্রফি জিতেছেন গুন্দোয়ান। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচ খেলেছেন ৩০৪টি, নামের পাশে গোল রয়েছে ৬০টি।
সম্প্রতি বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ক্লাবটির অনেক সাফল্যের সঙ্গী সার্জিও বুসকেতস। অভিজ্ঞ এই মিডফিল্ডারের চলে যাওয়ার পর গুন্দোয়ানকে দলে ভিড়িয়ে সেই শূন্যতা পূরণের কাজটা অনেকটাই সেরে ফেলেছে জাভি হার্নান্দেসের দল।
সর্বশেষ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। এছাড়া জেতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। এরপর ইউরোপা লিগেও পথচলা থেমে যায় আগেভাগেই।
এইচজেএস