রিয়ালের সঙ্গে প্রথম ক্লাসিকো হবে বার্সার মাঠে
ক্লাব ফুটবলের মৌসুম শেষ হতেই ফুটবলাররা আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিংবা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছেন তারা। তবে কিছুদিন পরই আবার নতুন আমেজে শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। ইতোমধ্যে লা লিগার সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে আগামী ১৩ আগস্ট গেটাফের বিপক্ষের ম্যাচ দিয়ে প্রথম ম্যাচে নামবে বার্সেলোনা। এছাড়া কাতালান ক্লাবটির মাঠেই মৌসুমের প্রথম ক্লাসিকোর মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী জায়ান্টের প্রথম লড়াই হবে আগামী ২৯ অক্টোবর। ম্যাচটি হবে বার্সেলোনার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। আজ (২২ জুন) ২০২৩-২৪ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।
মৌসুমের প্রথম দিনই (১৩ আগস্ট) মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল। বার্সার বিপক্ষে গেটাফে এবং রিয়াল খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। রিয়াল-বার্সার দুটি ম্যাচই তারা প্রতিপক্ষের মাঠে খেলবে। আবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে জাভি হার্নান্দেজের দল। ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজের জন্য আসন্ন মৌসুমের পুরোটাতেই বার্সেলোনার হোম ম্যাচগুলো লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
— LaLiga English (@LaLigaEN) June 22, 2023
বার্সা-রিয়ালের এল ক্লাসিকোর ফিরতি ম্যাচ আগামী বছরের ২১ এপ্রিল হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুমে দেখা হবে বার্সেলোনা ও রিয়ালের। আগামী ২৯ জুলাই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।
লা লিগায় প্রথম মাদ্রিদ ডার্বিতে আগামী ২৪ সেপ্টেম্বর অ্যাথলেটিকোর মাঠে খেলবে রিয়াল। বার্নাব্যুতে দু’দলের ফিরতি ম্যাচ হবে পরের বছরের ৪ ফেব্রুয়ারি।
নতুন মৌসুমের জন্য ইতোমধ্যে দল গোছাতে শুরু করেছে বার্সা-রিয়ালসহ অন্য ক্লাবগুলো। ইতোমধ্যে বার্সাতে কয়েকজন খেলোয়াড় বিদায়ের পর নতুন করে যোগ দিয়েছেন ইলকাই গুন্দোয়ান। রবার্ট লেভান্ডফস্কিদের মাঝমাঠে বলের যোগানের দায়িত্বে থাকবেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা ম্যানসিটির সাবেক এই মিডফিল্ডার। সঙ্গে আক্রমণভাগেও নতুন মুখ দেখা যেতে পারে।
অন্যদিকে রিয়ালের শিবিরেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। করিম বেনজেমার জায়গায় যদিও এখনও কোনো তারকা স্ট্রাইকারের সঙ্গে চুক্তি হয়নি কার্লো আনচেলত্তির দলের। বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম ইতোমধ্যে ক্লাবটির সদস্য হয়ে গেছেন। আক্রমণভাগে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপে কিংবা হ্যারি কেইনদের মতো তারকা ফরোয়ার্ডকে।
এএইচএস