ভারতের ভিসার আবেদন পাকিস্তানের
আগামী ২১ জুন থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। পাকিস্তান ফুটবল দল এখনো পাকিস্তান সরকারের অনুমতি পায়নি ভারত সফরের জন্য। সরকারের সবুজ সংকেত এখনো না মিললেও ইতোমধ্যে পাকিস্তান ফুটবল দল ভারতের ভিসার জন্য আবেদন করে রেখেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের মাধ্যমে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফ এমনটাই জেনেছে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘পাকিস্তান দল এখন মরিশাসে রয়েছে। তারা মরিশাস থেকেই ভারতের ভিসার জন্য আবেদন করেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের মাধ্যমে আমরা এমনটাই জানতে পেরেছি। যদিও পাকিস্তান সরকার এখনো ফুটবল দলকে অনুমতি দেয়নি এটাও আমাদের জানিয়েছে রেখেছে পাকিস্তান ফেডারেশন।’
পাকিস্তান ফুটবল দল সরকারের অনুমতি না পেলে ভারত সফর করতে পারবে না। সেক্ষেত্রে সাফ আট দলের পরিবর্তে সাত দলের টুর্নামেন্টে পরিণত হবে। সাফ ও মার্কেটিং কোম্পানির প্রত্যাশা পাকিস্তান সাফে অংশগ্রহণ করুক, ‘ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতাই করা হয়েছে। মরিশাস থেকে পাকিস্তান যেন ভিসা পায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা নিশ্চিত করেছে। পাশাপাশি মার্কেটিং প্রতিষ্ঠানের অধীর আগ্রহ রয়েছে ফুটবলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে।’
ভারতে পাকিস্তান দলের সফর নিয়ে সব সময় আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপকে ঘিরে দুই দেশের ক্রিকেট বোর্ডে টানাপড়েন চললেও ফুটবল নিয়ে খানিকটা নমনীয় পাকিস্তান। দেশটির ফুটবল ফেডারেশন ফুটবল দলকে ভারত পাঠানোর সকল প্রস্তুতি সেরে রেখেছে এখন শুধু সরকারের অপেক্ষায় রয়েছে।
পাকিস্তান ফুটবল দল মরিশাস থেকে ভিসা আবেদন করেছে। সাফে পাকিস্তানের রেফারি রয়েছে। পাকিস্তানের রেফারি পাকিস্তান থেকেই ভারতের ভিসার জন্য আবদেন করেছে। রেফারির ক্ষেত্রে সরকারের অনুমতি প্রয়োজন পড়ে না বলে জানা গেছে সাফ সূত্রে। বাংলাদেশ ফুটবল দল ভারতের ভিসা সংগ্রহ করে কম্বোডিয়ায় রয়েছে। সাফে অ্যাপয়নমেন্ট পাওয়া বাংলাদেশের রেফারিরা ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে ফেডারেশন সূত্রে।
এজেড/এফআই