সোহাগ ইস্যু : তদন্ত কমিটির মেয়াদ বাড়ছে
ফিফা থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই বিষয়টি অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বাফুফে। সেই কমিটির ৩০ কর্মদিবস আজ (বুধবার) শেষ হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুন) বাফুফের তদন্ত কমিটির সভা শেষে আহ্বায়ক ও ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের ১৫ কার্যদিবস সময় প্রয়োজন। এর মধ্যে আমরা রিপোর্ট নির্বাহী কমিটির কাছে প্রদান করব।
১৫ কার্য দিবস বৃদ্ধি পাওয়ায় এই মাসও সময় পাচ্ছে তদন্ত কমিটি। ঈদের ছুটির পরও এই কমিটির সময়সীমা থাকছে।
প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিন্যান্স বিভাগের দুই কর্মকর্তা ও অপারেশন্স ম্যানেজারকে একটু বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্ত কমিটির কর্মকাণ্ডে অনেকটাই অগ্রগতি হয়েছে বলে জানালেন নাবিল। তিনি বলেন, আমাদের কাজ অনেকটাই এগিয়েছে।
তদন্ত কমিটির সভার আগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় দল কমিটির সভা। সেই সভারও প্রধান কাজী নাবিল। তদন্ত সভার ব্রিফিংয়ে জাতীয় দল সংক্রান্ত বিষয়ও কথা বলেছেন বাফুফের এই কর্মকর্তা। তিনি বলেন, আমাদের সামনে বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। এই টুর্নামেন্টগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি। আমরা অনূর্ধ্ব ২৩ পর্যায়ে দেশীয় কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি ভাবছি।
বিগত এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাইয়ে কোচ ছিলেন দেশের শীর্ষ কোচ মারুফুল হক। এবার কে দায়িত্ব পান সেটিই দেখার বিষয়। সেপ্টেম্বরে জাতীয় দলের পাশাপাশি দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংসেরও ব্যস্ততা রয়েছে। ক্লাবের সঙ্গে জাতীয় দলের সামঞ্জস্যতা করেই কাজ করার পরিকল্পনা জাতীয় দল কমিটির।
এজেড/কেএ