ছোটনবিহীন সাবিনাদের প্রথম অনুশীলন
বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন গোলাম রব্বানী ছোটন। সিনিয়র বা জুনিয়র সব নারী দলের অনুশীলনে তিনি সর্বদা উপস্থিত থাকতেন। যার হাত ধরে বদলে গেছে দেশের নারী ফুটবল, স্বভাবতই তার অনুপস্থিতিতে কখনও নারী দলের অনুশীলন হয়নি।
ছোটনের সঙ্গে সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন মাহবুবুর রহমান লিটু ও অনন্যা। ফুটবলার থেকে কোচ হওয়া অনন্যার কাছে ছোটনের আজকের অনুপস্থিতি চোখে পড়েছে প্রকটভাবে, ‘যখন খেলোয়াড় ছিলাম তখনও দেখেছি ছোটন স্যার সবার আগে অনুশীলনে। আবার যখন কোচিং স্টাফে আসলাম, তখনও একই অভিজ্ঞতা স্যারই সবার আগে। শারীরিক অসুস্থতা নিয়েও মাঠে ছিলেন। পারিবারিক অনুষ্ঠানে গিয়েছেন অনুশীলনের আগে-পরে।’
আরও পড়ুন >> অসন্তোষ নিয়ে কোচের দায়িত্ব ছাড়ছেন ছোটন
ছোটনের অনুপস্থিতিতে আজ (২৭ মে) কোচ লিটু অনুশীলন করিয়েছেন। যা নিয়ে লিটু বলেন, ‘গতকাল (শুক্রবার) শুধু সাইক্লিং ছিল। ছোটন শুক্রবার আসে না। আজ মাঠে অনুশীলন ছিল। ছোটন আজই প্রথম অনুপস্থিত, তাই আমি অনুশীলন করালাম।’
বাফুফেতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ছোটন। তাই আজ অনুশীলনে তিনি অনুশীলনেও হাজির হননি। খুব শিগগিরই বাফুফেতে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
আরও পড়ুন >> অভিমানে ফুটবলকে বিদায় সাফজয়ী স্বপ্নার!
এর আগে এমনও হয়েছে একদিন ছোটন খুবই অসুস্থ। এরপরও স্ত্রীর সহায়তায় মাঠে গিয়ে অনুশীলনে হাজির হয়েছেন। কোচিং ছাড়ার কথা জানিয়ে ছোটন বলেছিলেন, ‘গত কয়েক বছর অসম্ভব পরিশ্রম করেছি। সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দলকে পর্যায়ক্রমে অনুশীলন করিয়েছি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমার বিশ্রাম দরকার। এখন বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেওয়া দরকার। তাই বাফুফের দায়িত্ব ছাড়তে চাই।’
এজেড/এএইচএস