বার্সা ছাড়তে যাওয়া বুুসকেটসকে মেসির শুভকামনা
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে বার্সেলোনাতে ফেরাতে যখন প্রস্তুতি চলছে, তখন ভাঙনের সুর বাজছে দলের স্কোয়াডে। কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৮ বছরের যাত্রায় সার্জিও বুসকেটস ইতি টানার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই তিনি স্প্যানিশ ডেরা ছাড়ছেন। যদিও এখন পর্যন্ত তার পরবর্তী গন্তব্য কোথায়, সেটি জানা যায়নি। তবে মেসিকে উচ্চমূল্যে প্রস্তাব দেওয়া সৌদি ক্লাব আল হিলালও আগ্রহ দেখিয়েছে এই স্প্যানিশ মিডফিল্ডারের ব্যাপারে। প্রিয় ক্লাবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর কাছের বন্ধু মেসি বুসকেটসকে শুভেচ্ছা জানিয়েছেন।
আগামী জুনেই বার্সেলোনার সঙ্গে বুসকেটসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তির নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এরপর গতকাল (১০ মে) তিনি ক্লাবটির সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের কথা জানান। এক ভিডিও বার্তায় বুসকেটস বলেন, ‘সময় এসেছে বিদায় বলার, বার্সেলোনার সঙ্গে এটাই আমার শেষ মৌসুম। এই পথচলা কখনও ভুলে যাওয়ার নয়। যখন ছোট ছিলাম, বার্সেলোনার ম্যাচ দেখতে আসতাম কিংবা টিভিতে তাদের ম্যাচ দেখতাম, তখন সবসময় স্বপ্ন দেখতাম এই জার্সিতে এবং এই মাঠে খেলার। এরই মধ্যে যে স্বপ্ন পূরণ হয়েছে আমার।’
আরও পড়ুন >> বার্সেলোনা ছাড়ছেন বুসকেটস
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী বুসকেটস বার্সেলোনার জার্সি চাপিয়ে খেলছেন দীর্ঘ ১৮ বছর। ক্লাব ছাড়ার ঘোষণায় কিংবদন্তি বলেন, ‘এটা খুব সহজে নেওয়া সিদ্ধান্ত কিন্তু সময়টা এসে গেছে। তবে ক্লাব ছাড়ার আগে যেসব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।’
প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণার পর থেকেই অনেকের কাছ থেকে তিনি ভবিষ্যতের জন্য শুভকামনা পাচ্ছেন। শুভকামনা জানাতে ভুলেনি আর্জেন্টাইন অধিনায়ক মেসিও। দুজনের স্মরণীয় মুহূর্তের স্মৃতিগুলোও স্মরণ করে সামাজিক মাধ্যমে বুসকেটসকে নিয়ে লিখেছেন তিনি, ‘মাঠে সব সময় ৫ নম্বর জার্সি পরেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তুমি ১০, বুসি। নতুন অধ্যায়ের জন্য সব সময় তোমাকে ও তোমার পরিবারকে শুভকামনা জানাচ্ছি। মাঠ ও মাঠের বাইরে যা করেছ, তার জন্য ধন্যবাদ। আমরা অনেক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। কিছু ভালো এবং কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরদিন মনে থাকবে।’
আরও পড়ুন >> মেসিকে ক্যাম্প ন্যু থেকে বিদায় দিতে চান গার্দিওলা
সর্বশেষ কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও বুসকেটস। তবে এখনও তিনি ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন। সামনে আরও কয়েক বছর খেলবেন এটাও মোটামুটি নিশ্চিত। বুসকেটসই এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক। ৪৮টি ক্লাসিকো ম্যাচে ২৩টিতেই জয় দেখেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। ৭১৮টি ম্যাচ খেলে এই স্প্যানিশ বার্সেলোনার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক। সম্ভাব্য সব শিরোপা জয়ের মাধমে বুসকেটস ৩১টি মেডেল নিজের দখলে নিয়েছেন।
এএইচএস