মেসির দলবদল নিয়ে নতুন তথ্য দিলেন রোমানো
মেসির দলবদল নিয়ে বলতে গেলে বড় বোমা ফাটিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের দাবি, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে চুক্তিও নাকি সেরে ফেলেছেন পিএসজি তারকা। তবে মধ্যপ্রাচ্যের দেশটিতে মেসি কোন ক্লাবের হয়ে খেলবেন, তা উল্লেখ করা হয়নি। একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ‘এটা একটা বিশেষ চুক্তি। যা অবশ্যই বিশাল অঙ্কের। আমরা এই চুক্তির কাজ এখন গুছিয়ে আনার পথে আছি।’
তবে সৌদির ক্লাব কিংবা পিএসজির তরফে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিন্ন খবরই দিলেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সাফ জানিয়ে দিলেন, কোনো চুক্তি হয়নি। আর্জেন্টাইন মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি।
— Fabrizio Romano (@FabrizioRomano) May 9, 2023
টুইটারে রোমানো লিখেছেন, ‘বার্সেলোনা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ঠিক রেখে মেসিকে দলে টানার উপায় খুঁজে বের করার দিকে জোর দিচ্ছে।’ এর আগে সোমবার তিনি জানিয়েছিলেন, ‘লিগ ওয়ানের চলতি মৌসুমে শিরোপা জিততে চান মেসি। এরপর তিনি প্যারিসে থাকবেন বা কোন দলে যাবেন সেই বিকল্প নিয়ে চিন্তা করবেন। গত মাসে আল হিলাল ৪০০ মিলিয়ন পাউন্ডে পিএসজি ফরোয়ার্ডকে চাইলেও বিষয়টি চূড়ান্ত হয়নি।’
আরও পড়ুন: ব্যালন ডি’অর উঠছে কার হাতে?
রোমানো ছাড়াও ফরাসি সংবাদমাধ্যম লেকুইপেও একই কথা বলছে। তাদের দাবি, মৌখিক কথাবার্তা চললেও এখনো ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হননি মেসি।