‘ড্রেসিং রুমের অস্থিরতা তাতিয়ে দেবে বায়ার্নকে’
একই দলের দুই খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্ব কখনই ইতিবাচক বিষয় নয়। এর প্রভাব মাঠের ফুটবলে পড়ার আশঙ্কা থাকে। তবে বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও লেরয় সানের 'হাতাহাতির' ঘটনায় এর বিপরীত কিছু ঘটতে পারে বলে মনে করছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ বলেছেন, ড্রেসিংরুমের অস্থিতিশীলতাই হয়তো দলটিকে ভয়ঙ্কর করে তুলবে।
মানে ও সানের ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে। গত সপ্তাহে সিটির বিপক্ষে ওই লড়াইয়ে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন। ম্যাচটির শেষের দিকে কিছু একটা নিয়ে তর্ক করতে দেখা যায় মানে ও সানেকে। বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির খবর অনুযায়ী, এরপর ড্রেসিং রুমে সানের মুখে ঘুষি বসিয়ে দেন ৩১ বছর বয়সী মানে। তাতে সানের ঠোঁট কেটে রক্ত ঝরতে দেখা যায়।
ওই ঘটনার জন্য শাস্তিস্বরূপ গত শুক্রবার বুন্ডেসলিগায় হফেনহাইমের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাবেক লিভারপুল ফরোয়ার্ড মানেকে। এছাড়া তাকে জরিমানাও করা হয়। পুরো ব্যাপারটি সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে সমস্যা বাড়াতে পারে বায়ার্নের জন্য।
অনেকের এই ভাবনার সঙ্গে একমত নন গার্দিওলা। তার মতে, অনেক সময় কঠিন এমন পরিস্থিতিই একটি দলকে একতাবদ্ধ করতে পারে। ফিরতি লেগে আগামী বুধবার মাঠে নামবে সিটি ও বায়ার্ন। মানে ও সানের ঘটনাটি বায়ার্নের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে কিনা-সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাবেক বার্সেলোনা কোচ বলেন, 'অবশ্যই।'
'মাঝে মাঝে দলকে আরও একতাবদ্ধ করতে এমন মতবিরোধের প্রয়োজন হয়। এটি তাদের জন্য দুর্বলতা নয়, বরং একটি শক্তিশালী দিক। আমি সিটির বিপক্ষে পুরো পরিস্থিতি কল্পনা করতে পারছি। বায়ার্ন মিউনিখের সেরা পারফরম্যান্স দেখা যাবে বুধবার রাতে।-তিনি আরও যোগ করেন।
এইচজেএস