সিশেলস এগোলেও অপরিবর্তিত বাংলাদেশ
ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। যার নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। আজ (৬ এপ্রিল) ফিফা ঘোষিত র্যাংকিংয়ে সিশেলসের দুই ধাপ উন্নতি হয়েছে। ১৯৯ থেকে তারা উঠে এসেছে ১৯৭ স্থানে। অন্যদিকে প্রথম ম্যাচে জয় এবং পরেরটিতে হেরে যাওয়ায় বাংলাদেশের কোন উন্নতি হয়নি। ফলে আগের ১৯২তম স্থানেই বহাল রয়েছেন জামাল ভূঁইয়ারা।
ফিফার নতুন এই পয়েন্ট টেবিলে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নতি করেছে ভারত। এক ধাপ এগিয়ে তাদের অবস্থান এখন ১০১। বাংলাদেশের সামনে রয়েছে মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪) ও ভুটান (১৮৫)। অন্যদিকে লাল সবুজদের পেছনে রয়েছে কেবল পাকিস্তান (১৯৫)। তবে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ ফিফায় নিষিদ্ধ।
সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে সিলেটে পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রথমটিতে ১-০ গোলে জিতলেও, সিরিজের শেষ ম্যাচে অতিথিদের কাছে ০-১ গোলে হেরে যান জামাল ভূঁইয়ারা। এতে সিরিজ ড্র হয়। প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সিরিজ ড্র করার ফল খুব দ্রুতই পেয়েছে সিশেলস।
এজেড/এএইচএস