জামালদের হোঁচটে মৌসুম শুরু
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিনেই বাংলাদেশের ঘরোয়া ফুটবল শুরু হয়েছে। আজ নতুন মৌসুমের প্রথম দিনে মাঠে নেমেছিল শেখ রাসেল ও মোহামেডান। মোহামেডান নিজেদের ম্যাচে জিতলেও জামাল ভুইয়ার শেখ রাসেল হোঁচট খেয়েছে।
মৌসুমের নবাগত দল ফর্টিজ এফসির সঙ্গে হোচট খেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ম্যাচের ৩৮ মিনিটে ফর্টিজের দানিলো গোল করেন। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফর্টিজ।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে রাসেলের নাইজেরিয়ান ফুটবলার এমফোন উদে সমতা আনেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় রাসেলকে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয়।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া এবার দলবদল করে শেখ রাসেলে যোগ দিয়েছেন। শেখ রাসেলের হয়ে প্রথম ম্যাচটি সুখকর হয়নি জামালের। ইয়াসিন খান ২ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জন নিয়ে খেলতে হয় রাসেলকে।
কুমিল্লায় শেখ রাসেল হোঁচট খেলেও মুন্সিগঞ্জে পুর্ণ ৩ পয়েন্ট পেয়েছে মোহামেডান। ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য ড্র ছিল। ম্যাচের শেষ ৭ মিনিটে ২ গোল করে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতে ৮৪ মিনিটে প্রথম গোল করেন। তিন মিনিট পর জাফর ইকবাল ব্যবধান দ্বিগুণ করেন। ফলে মোহামেডান ২-০ গোলে নৌবাহিনীকে হারিয়ে মাঠ ছাড়ে।
এজেড/এনইআর