সাবিনাদের লিগে শুধু বসুন্ধরা কিংসই
সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা-কৃষ্ণারা সারা দেশে আলোড়ন তুলেছেন। তবে সাবিনা খাতুনরা আলোড়ন তুললেও ফুটবলের শীর্ষ ক্লাবগুলো নারী ফুটবলে দল গঠন নিয়ে তেমন উদ্যোগী নয়। বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে শুধু বসুন্ধরা কিংসই নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে।
আগামী মাসের ১৫ নভেম্বষ নারী ফুটবল লিগ শুরু হবে। এই লিগে ১২টি দল অংশ নেবে। এর মধ্যে প্রতিষ্ঠিত ক্লাব রয়েছে মাত্র দু’টি। বসুন্ধরা কিংস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এক সময় আবাহনী, মোহামেডান, শেখ জামাল নারী ফুটবলে দল গড়লেও এখন তারা দল গঠন করে না। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের নারী ফুটবলে দল গঠনের উদ্যোগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর তারা এন্ট্রি নেয়নি।
বাফুফের মহিলা কমিটির পক্ষ থেকে দেশের শীর্ষ ক্লাবগুলোর কাছে বরাবরই নারী দল গঠনের জন্য অনুরোধ করা হয়। ক্লাবগুলো আর্থিক অনটন সহ নানা কারণে নারী দল গঠনে এগিয়ে আসে না। শীর্ষ ক্লাবগুলো না আসায় নারী ফুটবল লিগের জনপ্রিয়তা ও প্রতিদ্বন্দ্বিতা সেভাবে হয় না।
বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তার প্রতিষ্ঠিত কলেজ আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব দল গঠন করেছিলেন গত বছর। এই বছরও তার দল রয়েছে। বসুন্ধরা কিংসের সঙ্গে আতাউর রহমান ভূইয়া কলেজই খানিকটা প্রতিদ্বন্দ্বিতা করে। কিংসের বাকি ম্যাচগুলো অনেকটা আনুষ্টানিকতা মাত্র।
সাবিনাদের দলবদল কার্যক্রম ১৫ অক্টোবর শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি দলে সর্বনিম্ম ২০ এবং সর্বোচ্চ ৩০ জন নিবন্ধন করাতে পারবে। ১৫ নভেম্বর কমলাপুর স্টেডিয়ামে লিগের খেলা শুরু হবে। আজ নারী ফুটবল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দুই লেগে খেলা হবে। ফলে নারীদের লিগে মোট ১২০ টির মতো ম্যাচ হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফিকশ্চার প্রকাশ করা হবে।’
পুরুষ লিগের মতো নারী লিগেও রেফারিং নিয়ে আলোচনা ছিল গত আসরে। এবার রেফারিং নিয়ে বিশেষ নজরদারি থাকছে। কিরণ বলেন,‘ রেফারিং সমস্যা বিশ্ব জুড়েই। আমরা রেফারিজ কমিটির সঙ্গে বসব। আশা করি এবার রেফারিং আরো ভালো হবে’।
নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলো: বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমী, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।
এজেড/এটি/এনইআর