লেভান্ডভস্কি-রাফিনিয়াদের নিবন্ধন করাতে পারছে না বার্সেলোনা!
সংকটের মধ্যেও দলবদলের বাজারে বার্সেলোনার অর্থের ঝনঝনানি দেখেছে সবাই। রবার্ট লেভান্ডভস্কি, জুলস কুন্দে, রাফিনিয়া, আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন, ফ্রাঙ্ক কেসিদের মত একঝাঁক নতুন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। তবে তাদের লা লিগায় নিবন্ধন করতে গিয়ে এখন বিপাকে পড়েছে ক্লাবটি।
লা লিগা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেতন-ভাতার অঙ্ক কমিয়ে আনতে না পারলে নতুন খেলোয়াড় নিবন্ধনের অনুমতি দেবে না। ক্লাবের আয়ের বেশ কয়েকটি উৎস ছেড়ে দেওয়ার মাধ্যমে অর্থ জুগিয়ে চমক জাগানো বেশকিছু দলবদল সম্পন্ন করতে পারলেও এখন সেই খেলোয়াড়দের নিবন্ধন নিয়ে বিপাকে পড়েছে তারা। বেতনের অঙ্ক কমানোর লক্ষ্যে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিলেও এখনো লা লিগার নির্ধারিত বেতন কাঠামোর শর্ত পূরণ করতে পারছে না ক্লাবটি।
আরও পড়ুন >> শেষ ২ মাসে বার্সার আয় ৮৩৭৭ কোটি টাকা
২০২১ সালে প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরোর দেনার কথা জানিয়েছিল বার্সেলোনা। সম্প্রতি টিভি স্বত্ব এবং ক্লাব স্টুডিওর ২৫ শতাংশ করে বিক্রি করে দিয়ে সেই ঋণের বোঝা কিছুটা হালকা করার চেষ্টা করেছে তারা, সঙ্গে নতুন মৌসুমে দলকে শক্তিশালী করার নিমিত্তে বেশকিছু খেলোয়াড়রও দলভুক্ত করেছে তারা। তবে এই নিবন্ধন সমস্যায় এখন নতুন সংকট চোখ রাঙানি দিচ্ছে তাদের।
নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে হলে বার্সেলোনাকে আরও অর্থ জোগাতে হবে। সেজন্য ক্লাবের স্টুডিওর ৪৯ শতাংশ বিক্রি, আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া এবং ক্লাবে থাকা খেলোয়াড়দের বেতন কমিয়ে দিতে হবে বলে জানাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য অ্যাথলেটিক।
আরও পড়ুন >> বার্সেলোনার স্ট্রাইকারকে ছিনিয়ে নিতে চায় চেলসি
লেভান্ডভস্কি-রাফিনিয়াদের নিবন্ধনের মধ্যেও দলবদলের বাজারে জোরেশোরেই চলছে বার্সেলোনার 'শপিং'। চেলসির দুই ডিফেন্ডার মার্কোস আলোনসো এবং সেজার আজপিলিকুয়েতাকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার দিকেও নজর রয়েছে তাদের।
আগামী ১৪ আগস্ট রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু হবে বার্সেলোনার। সেই ম্যাচে নতুন দলভুক্ত খেলোয়াড়দের পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এইচএমএ/এটি