ইউনাইটেডের গোল-উৎসব, আরও পেছাল টটেনহ্যাম

লিগে শেষ পাঁচ ম্যাচে চার জয়। তবু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশায়ারের পদকে ফেলে দিয়েছিলো হুমকিতে। তবে সে হুমকিকে বড় জয় দিয়েই আপাতত বিদায় করলো ইউনাইটেড। লিডস ইউনাইটেডকে ৬-২ ব্যবধানে হারিয়েছে দলটি, উঠে এসেছে শীর্ষ চারেও। এদিকে এভারটনের বিপক্ষে ২-০ গোলে হেরে টটেহ্যাম হটস্পার বেরিয়ে গেছে শীর্ষ চার থেকে।
বিজ্ঞাপন
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার স্কট ম্যাকটমিনের কল্যাণে ইউনাইটেড এগিয়ে যায় ম্যাচের দ্বিতীয় মিনিটে। ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো বল থেকে বক্সের বাইরে থেকেই তার ডান পায়ের শট, আর গোল। পরের মিনিটে আবারও সেই ম্যাকটমিনে। বক্সের ভেতর বলটা পেলেন অ্যান্থনি মার্শিয়ালের কাছ থেকে, বাঁ পায়ের শটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন স্কটিশ এই মিডফিল্ডার। গড়েন এক অনন্য কীর্তিও। বনে যান প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম তিন মিনিটেই দুই গোল করা খেলোয়াড়। অথচ প্রথম ৬৮ ম্যাচে তার গোলসংখ্যা ছিলো মোটে ছয়টি!
শুরুতেই ২-০তে এগিয়ে গিয়ে ইউনাইটেডকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ মিনিটে অবশ্য লিডস ফরোয়ার্ড প্যাট্রিক ব্যামফোর্ড ব্যবধান কমিয়েছিলেন একবার, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেটি। এর পরের মিনিটেই তৃতীয় গোলটি পায় ইউনাইটেড। মার্শিয়ালের ব্লক হওয়া শট ফিরতি সুযোগে জালে পাঠান ব্রুনো।
বিজ্ঞাপন
৩৭ মিনিটে ৪-০। এবার গোলদাতা ভিক্টর লিয়েন্ডেলফ, এবারও যোগান আসে সেই মার্শিয়ালের কাছ থেকেই। প্রিমিয়ার লিগে নিজেদের ৪৮১ ম্যাচের ইতিহাসে আর কখনোই প্রথমার্ধে চার গোল হজম করেনি লিডস, ম্যানইউর মাঠে সে বিস্বাদও পেয়ে যায় কোচ মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
বিরতির ঠিক আগে অবশ্য লিয়াম কুপার ব্যবধান কমান লিডসের হয়ে।
৪-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যাওয়া ইউনাইটেড ৬৬ মিনিটে পায় নিজেদের পঞ্চম গোলটি। ম্যাকটমিনের বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল পান ড্যানিয়েল জেমস। ৭০ মিনিটে ষষ্ঠ গোলেও ছিলো মার্শিয়ালের ছোঁয়া। বক্সে তার শিকার হওয়া ফাউলেই যে পেনাল্টি পায় ইউনাইটেড! সেখান থেকে ব্রুনোর গোলে ৬-১ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।
বিজ্ঞাপন
৭৩তম মিনিটে স্টুয়ার্ট ডালাসের কল্যাণে ব্যবধান কমায় লিডস। এরপর ইউনাইটেডও চেয়েছে ব্যবধান বাড়াতে। তবে এডিনসন কাভানি ও জেমসের চেষ্টা আটকে দিয়ে সেটা আর হতে দেননি সফরকারী গোলরক্ষক। তাতে ৬-২ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এর ফলে ১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড তিন নম্বরে উঠে এসেছে।
তবে টটেনহ্যাম হটস্পার কঠিন এক সপ্তাহই পার করলো। লিভারপুলের কাছে হারের পর দলটি এবার হেরেছে এভারটনের কাছে। এক সপ্তাহে দুই হারের ফলে টেবিলের শীর্ষস্থান থেকে পাঁচে নেমে গেছেন হ্যারি কেইনরা। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২৫, ইউনাইটেড থেকে পিছিয়ে আছে এক পয়েন্টে। তবে শীর্ষে থাকা লিভারপুল আপাতত সবার ধরাছোঁয়ার বাইরে আছে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে।
এনইউ