ফাইনালের আগে ব্যক্তিগত ‘ডাবল’ জিতলেন ক্লপ
প্রিমিয়ার লিগ শিরোপা এক পয়েন্টের জন্য হাতছাড়া হয়েছে, তবে লিগে মৌসুমের সেরা ম্যানেজারের পুরস্কার ঠিকই ধরা দিয়েছে তার কাছে। এছাড়া ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) কাছ থেকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতে ব্যক্তিগত ‘ডাবল’ পূর্ণ করেছেন তিনি।
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগের শেষ দিন পর্যন্ত টিকে ছিল ইয়ুর্গেন ক্লপের দলের কোয়াড্রপল বা শিরোপা চতুষ্টয় জয়ের স্বপ্ন। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার সিটির শেষ মুহূর্তের নাটকীয় জয়ে সেই স্বপ্ন চুরমার হয়েছে।
লিগ আর এফএ কাপ জিতে এরই মধ্যে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করেছে ক্লপের লিভারপুল। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, প্যারিসের সেই মহারণে রেকর্ড ১৩ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদকে ধরাশায়ী করতে পারলে প্রথমবারের মতো ট্রেবল জয় নিশ্চিত হবে দলটির।
বিজ্ঞাপন
এছাড়া কাপ ডাবল পূর্ণ করার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ম্যানেজার হিসেবে চার শিরোপা (প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ) জয়ের চক্র পূরণ করেছেন ক্লপ।
লিভারপুলকে নিয়ে অবিশ্বাস্য মৌসুম কাটানো ক্লপও সেরা কোচের স্বীকৃতি পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত, ‘এটা দারুণ সম্মানের বিষয় এবং আমাদের মৌসুমটিও ছিল অবিশ্বাস্য। সহকর্মীদের ভোটে সেরা হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’
বিজ্ঞাপন
আগামী ২৯ মে (রোববার) বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ক্লপের লিভারপুল।
এইচএমএ/এটি