মোহামেডানের জয়ে ঈদের বিরতি
২৯ রমজান পর্যন্ত লিগ চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ রোববার লিগের একমাত্র ম্যাচে মোহামেডান ৩-২ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়েছে। এ জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে মোহামেডান আর স্বাধীনতা ৬ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১২ নম্বরে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের দাপট ছিল মোহামেডানের। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। ১২ ও ৩৫ মিনিটে নাইজেরিয়ান ওবি মোনেকে জোড়া গোল করেন। ৪১ মিনিটে শাহেদ মিয়ার গোলে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পরেই দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। ফরহাদ মিয়া ৪৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।
দশ জনের বিপক্ষে স্বাধীনতা ম্যাচে ফেরার চেষ্টা করে। গোল পেতে ৮৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাধীনতা সংঘের। ৮৬ ও ৮৯ মিনিটে রাসেল ও বিশাল দাসের গোলে ম্যাচে ফেরে স্বাধীনতা। ইনজুরি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঈদের বিরতি চলবে ৬ মে পর্যন্ত। ঈদের পর খেলা শুরু হবে ৭ মে থেকে। পাঁচ দিন বিরতি থাকলেও ক্লাবগুলো অনুশীলন চালিয়ে যাবে। শুধু ঈদের দিন অনুশীলন বন্ধ থাকবে।
এজেড/এটি