পিছিয়ে পড়েও জয় পেয়েছে আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সর্বাধিক বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না। এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে হেরে দেশে ফিরেছে আবাহনী। আজ (সোমবার) লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে ৪ গোল দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করেছে আবাহনী।
৩৪ মিনিটে মুক্তিযোদ্ধা ম্যাচে লিড নেয়। পেনাল্টি থেকে মিসায়া গোল করেন। প্রথমার্ধে মুক্তিযোদ্ধা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে মুক্তিযোদ্ধা আবার গোল করে। সোমা ওতানীর গোলের যোগানদাতা কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব। যিনি বসুন্ধরা কিংস থেকে ধারে মুক্তিযোদ্ধা সংসদে দ্বিতীয় লেগে যোগ দিয়েছেন।
২ গোলে পিছিয়ে থেকেও ঢাকা আবাহনী দমে যায়নি। আবাহনীর কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস ৬৫ মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। পরের মিনিটে রবিউলের গোলে ম্যাচে সমতা আনে আবাহনী। ৭৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল অগাস্তো গোল করলে আবাহনী এগিয়ে যায়। ৮০ মিনিটে আবার রাকিব গোল করেন। ইনজুরি সময়ে মুক্তিযোদ্ধা পেনাল্টি পায় আরেকটি। মিসায়া আরেকটি গোল করলে পরাজয়ের ব্যবধান কমান।
৪-৩ গোলে জিতে ঢাকা আবাহনীর নামের পাশে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট। বসুন্ধরা কিংসের চেয়ে ৪ পয়েন্ট পেছনে। ১২ ম্যাচে মুক্তিযোদ্ধা ৭ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১ নম্বরে।
এজেড/টিআইএস