নতুন কোচে জয়ে শুরু জামালের
নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি শেখ জামালকে দ্বিতীয় লেগে শুভসূচনা এনে দিয়েছে। গোপালগঞ্জে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর বারিধারাকে শেখ জামাল ২-০ গোলে হারায়।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেই অপরাজিত দলের স্পেনিশ কোচকে বিদায় করেছে ক্লাব কর্তৃপক্ষ। তারা আস্থা রেখেছে পুরনো নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসির উপর।
আফুসি এবার তার সঙ্গে দুই নাইজেরিয়ান ফুটবলারও এনেছেন। সেই দুই নাইজেরিয়ানের গোলে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চিজোকের গোলে আফুসির দল লিড নেয়। এরপর ২১ মিনিটে নাইজেরিয়ান মুসার গোলে শেখ জামালের ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্টা হয়। এরপর আর গোল না হওয়ায় ২-০ স্কোরলাইন শেষ হয় আফুসির প্রত্যাবর্তন ম্যাচ।
১২ ম্যাচে শেখ জামাল ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ঢাকা আবাহনী এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। উত্তর বারিধারা ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে।
আগামীকাল (সোমবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ তম রাউন্ডের চারটি ম্যাচ। ঢাকা আবাহনী গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের , শেখ রাসেল বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের,রাজশাহীতে স্বাগতিক পুলিশ সাইফ স্পোর্টিং ক্লাবের এবং সিলেটে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে।
সিলেটের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সোয়া চারটায়। বাকি তিনটি ম্যাচ সাড়ে তিনটায় শুরু হবে। ফ্লাডলাইট সমস্যা হওয়ায় সিলেটে দ্বিতীয় লেগের ম্যাচগুলো সন্ধ্যার পরিবর্তে বিকেলেই অনুষ্ঠিত হবে।
এজেড/এমএইচ