এবার রহমতগঞ্জে মামুনুল
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের সময় তেমন ভালো যাচ্ছে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবার নাম লেখালেও ইনজুরির জন্য খেলতে পারেননি। ক্লাব আর মামুনুলকে রাখতে চায়নি।
ফলে মধ্যবর্তী দলবদলে জাতীয় দলের সাবেক অধিনায়ককে খুঁজতে হয়েছে অন্য ক্লাব। মামুনুল নিজের ঠিকানা খুজে নিয়েছেন পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। আজ এই ক্লাবে যোগ দিয়েছেন তিনি।
সময় বড় বিচিত্র। বছর পাঁচেক আগেও দলবদলে সবার আকর্ষণ থাকতো মামুনুল ইসলামের দিকে। সময়ের পরিক্রমায় মামুনুল এখন অবসরের দ্বারপ্রান্তে।
আশি-নব্বইয়ের দশকে তারকা ফুটবলাররা ক্যারিয়ারের শেষ কয়েক বছর খেলতেন রহমতগঞ্জে। কয়েক যুগ পর এবার সেই চিত্র দেখা যাচ্ছে। রহমতগঞ্জে এবার মৌসুমের শুরু থেকেই রয়েছেন দীর্ঘদিন আবাহনীতে খেলা ওয়ালী ফয়সাল। এবার যোগ হলেন মামুনুল ইসলাম।
এজেড/এমএইচ