সাত ম্যাচ পর জিতল কয়েক কোটি টাকার রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ পর দ্বিতীয় জয়ের দেখা শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ (শনিবার) প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষ ম্যাচে কিংস অ্যারেনায় রাসেল ২-০ গোলে স্বাধীনতা ক্রীড়া চক্রকে হারায়। এই জয়ে শেখ রাসেল রেলিগেশন জোন থেকে কিছুটা নিরাপদ দূরত্বে অবস্থান করছে। ১১ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে রাসেল টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে স্বাধীনতা ৬ পয়েন্ট নিয়ে সবার তলানিতে।
এবারের মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের দল রাসেল। আট ম্যাচ পর্যন্ত তাদের ছিল মাত্র পাঁচ পয়েন্ট। দলের ব্যর্থতার জন্য হেড কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করা হয়। সহকারী হিসেবে থাকা জুলফিকার মাহমুদ মিন্টুকে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়। মিন্টু তিন ম্যাচ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিন্টু এই তিন ম্যাচে এখনো পরাজিত হননি। দুই ড্র ও এক জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে রাসেল একটি সুবিধাজনক জায়গায় নিতে পেরেছেন।
ম্যাচেহ ১১ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় শেখ রাসেল। তবে দুই মিনিট পরই ম্যাচে লিড নেয় শেখ রাসেল। রহমতের কর্নার থেকে হেডে গোল করেন মানিক মোল্লা। এরপর পেনাল্টি পায় শেখ রাসেল। মান্নাফ রাব্বি দিপুর সাথে বলের দখল নিতে গিয়ে বক্সের ভেতর পড়ে যান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২০ মিনিটে স্পট কিক থেকে গোল করেন আইজার আখমাতোভ। ২৫ মিনিটে স্বাধীনতার সুযোগ নষ্ট করে দেন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। নেডোর দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন তিনি।
৬৩ মিনিটে নাদির বেগের শট দারুন দক্ষতায় ফিরিয়ে দেন রাসেল গোলকিপার আশরাফুল রানা। ৭৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছিলেন নাদির বেগ। কিন্তু রেফারি জানিয়ে দেন আগেই শট নিয়েছেন নাদির। বাতিল হয় গোল। এরপর নাদির বেগ আবার ফ্রি কিক থেকে যে শট নিলেন তা ক্রস বারে লেগে ফিরে আসে। গোলদাতা আইজার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় শেখ রাসেল। ম্যাচের ইনজুরি সময়ে অবশেষে গোলের দেখা পায় স্বাধীনতা। ফ্রী কিক থেকে বুলেট গতিতে গোল করেন নাদির বেগ।কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়েও এক পয়েন্ট না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
আজ প্রথম লেগ শেষ হয়েছে। মধ্যবর্তী দলবদল শুরু হচ্ছে। এই দলবদলে ভালো মানের বিদেশি ফুটবলার আনার চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে রাসেল।
পয়েন্ট টেবিল
দল | পয়েন্ট | গোল ব্যবধান |
বসুন্ধরা কিংস | ২৬ | ১৪ |
ঢাকা আবাহনী | ২২ | ১০ |
শেখ জামাল | ২১ | ৮ |
চট্টগ্রাম আবাহনী | ২১ | ১ |
মোহামেডান | ১৭ | ৫ |
পুলিশ | ১৬ | ১ |
সাইফ | ১৫ | ৫ |
শেখ রাসেল | ১০ | -৬ |
রহমতগঞ্জ | ৯ | -৯ |
উত্তর বারিধারা | ৮ | -১২ |
মুক্তিযোদ্ধা সংসদ | ৭ | -১৬ |
স্বাধীনতা সংঘ | ৬ | -১১ |
এজেড/এমএইচ/এটি