দুই অধিনায়কের গোল, ড্রয়ে শেষ মোহামেডান-শেখ জামালের লড়াই
বসুন্ধরা কিংসের জয়ের দিন ড্র করেছে মোহামেডান ও শেখ জামাল। সোমবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও জামালকে ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছে সাদা কালোরা।
এই ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে শেখ জামাল। অন্য দিকে সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান।
ম্যাচের ৩২ মিনিটে গোল করে শেখ জামালকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক ও গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম। প্রথমার্ধের অন্তিম সময়ে গোল করে ম্যাচে ১-১ সমতা এনে মোহামেডানকে এক পয়েন্ট এনে দেন অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।
দুই গোলদাতা আবার নিজ নিজ দলের অধিনায়ক। তবে তাদের গোলের মাঝে দুই অর্ধে আর কোনো দলের দেখা পায়নি দুই দল। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
এজেড/এনইউ