রুটের আগে শুধুই কুক
ক্যারিয়ারের সেরা সময়টাই কি কাটাচ্ছেন জো রুট? পরিসংখ্যান তো অন্তত তাই বলছে। লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে তৃতীয় দিনে করেছেন সেঞ্চুরি, ১৫০ পেরিয়ে এখন ছুঁটছেন ডাবল সেঞ্চুরির পথে। মাঝে ওলট-পালট করেছেন রেকর্ড বই।
এই সেঞ্চুরির পথেই রুট ছুঁয়েছেন টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলক। মাত্র দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। তার আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন অ্যালিস্টার কুক। সাবেক ইংল্যান্ড ওপেনারের চেয়ে অবশ্য কম ইনিংস লেগেছে রুটের।
২০৬ ইনিংস খেলে ৯ হাজার রান করেছিলেন কুক। রুট সেটি করতে খেলেছেন ১৯৬ ইনিংস। চলতি বছর দশ টেস্ট খেলে পাঁচ সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে এত সেঞ্চুরি করার রেকর্ড নেই আর কোনো ইংল্যান্ড অধিনায়কের।
রুটের সেঞ্চুরিতে ভারতকে দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ড। শুরুতে বিপদে পড়লেও ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান করেছে ইংলিশরা। ভারতের চেয়ে মাত্র ২১ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। ২৭৭ বল খেলে ১৫৩ রানে অপরাজিত আছেন রুট।
এমএইচ