অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ কি না, বলা কঠিন
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামেনি বাংলাদেশ। মঙ্গলবার থেকে প্রথমবারের মতো একটি সিরিজ খেলবে দুই দল। তবে প্রথম এই সিরিজটিই বেশ বড়, হবে ৫টি টি-টোয়েন্টি। অনেক অপেক্ষার এই সিরিজে নেই অজিদের বেশ কিছু তারকা ক্রিকেটার।
ঘরের মাঠের এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর সবচেয়ে বড় সুযোগ মনে করছেন বাংলাদেশের অনেকে। সোমবার সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল এ বিষয়ে তার ভাবনা। তিনি বলছেন, সবচেয়ে বড় সুযোগ কি না তা বলা কঠিন।
মাহমুদউল্লাহ বলেন, ‘সেরা সুযোগ কি না সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে।’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটেই সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। ওই সিরিজের পরপরই এবার অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজের আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগবে বলে মনে করেন রিয়াদ।
তিনি বলেন, ‘আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। আমরা জিম্বাবুয়েতে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসও আছে। এখন আমরা অপেক্ষায় আছি যেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।’
এমএইচ/জেএস