সিলেট মাতাবেন জেমস-আসিফ, টিকিটমূল্য প্রকাশ করল বিসিবি
ঢাকায় জমকালো আয়োজনে চলল বিপিএল মিউজিক ফেস্ট। মাঠের ক্রিকেট শুরুর ৭দিন আগেই শুরু হলো এবারের বিপিএলের মূল আমেজ। ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল ‘এভোয়েড রাফা’। স্টেজ মাতিয়েছেন হালের ক্রেজ জেফার, মুজা ও সঞ্জয়।
একদিন বিরতি দিয়ে বিপিএলের মিউজিক ফেস্টের গন্তব্য এবার সিলেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানেই হবে সঙ্গীতের উৎসব। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামীকাল সিলেটে বিপিএল মিউজিক ফেস্টের লাইনআপে অবশ্য কিছু পরিবর্তন আসছে। রাহাত ফতেহ আলী খান থাকছেন না সিলেটে। তবে আকর্ষণ তাতে কমেনি। যুক্ত হয়েছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি বনে যাওয়া নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা।
Secure Your Spot! Tickets for the Sylhet edition of the BPL Music Fest 2025 are now available! Buy yours and enjoy an unforgettable musical experience. #BPLMusicFest2025 #YouthFestival #BPLT20
Posted by Bangladesh Cricket : The Tigers on Monday, December 23, 2024
সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।
দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।
জেএ