তর সইলো না মুশফিকের, ‘উড়তে থাকো’ বললেন মাশরাফি
ইয়াং টাইগার্সদের ওপর মুশফিকুর রহিমের বিশ্বাসটা ছিল। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা তখনো শেষ হয়ে যায়নি। জয়ের পথে থাকলেও শিরোপা থেকে কিছুটা কয়েক কদম দূরে ছিল বাংলাদেশ। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে যুবা টাইগারদের অভিনন্দন জানান মুশফিক।
শেষ পর্যন্ত বড় ভাই মুশফিকুর রহিমের মান রাখলেন জুনিয়র তামিমরা। রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখল বাংলাদেশ।
Congratulations to our U’19 team on becoming champions of Asia Cup! Excellent job boys. Mashallah
Posted by Mushfiqur Rahim on Sunday, December 8, 2024
খেলা শেষের প্রায় মিনিট দশেক আগে জানানো অভিনন্দন বার্তায় মুশফিক লিখেছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ।
সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা অবশ্য অপেক্ষা করলেন। জয় নিশ্চিত হওয়ার পরই যুবাদের অভিনন্দনবার্তায় ভাসালেন তিনি। নিজের পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।
অভিনন্দন যুবারা... তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...
Posted by Mashrafe Bin Mortaza on Sunday, December 8, 2024
প্রসঙ্গত, টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারত।
এফআই