বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছেন শ্রীরাম
গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন সাবেক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের।
আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দেশের একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করে বলেন , ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’
এশিয়া কাপের ট্রায়াল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চুক্তিভিত্তিক টেকনিক্যাল কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শ্রীরামকে। ভারতীয় এই কোচ আসার পর তৎকালীন কোচ রাসেল ডমিঙ্গোর কাজের পরিধি কমে যায়। তিনি প্রধান কোচ হয়েও টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারান। তাকে দেখভাল করতে হয় টেস্ট আর ওয়ানডে।
কোচ পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই স্বেচ্ছায় চাকরি থেকে সরে দাঁড়ান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তারপর থেকেই গুঞ্জন ছিল জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে। মাঝে আবার চাউর হয় মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রধান কোচ নিয়োগ দেওয়া না গেলে শ্রীরাম বাংলাদেশ দলের তিন ফরম্যাটের কোচের দায়িত্ব সামলাবেন।
এমন গুঞ্জনের মধ্যেই দ্বিতীয় দফায় জাতীয় দলের প্রধান কোচ হয়ে ফিরেছেন হাথুরুসিংহে। বাংলাদেশ অধ্যায়ে ইতি টানেন শ্রীরামও। এবার দ্বিতীয় দফায় তিনিও আবার টাইগার ক্রিকেটে ফিরছেন।
এফআই