বাভুমার কীর্তি ম্লান করে দিলেন বদলি লাবুশেন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ঢাল হয়ে দাঁড়ালেন অধিনায়ক টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার ২২২ রানের পুঁজির মধ্যে ১১৪ রান একাই করেন বাভুমা। তবে প্রোটিয়া অধিনায়কের এমন লড়াকু ইনিংস বিফলে গেছে ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে নামা মার্নাস লাবুশেনের দুর্দান্ত এক ইনিংসে। অ্যাস্টন অ্যাগারকে নিয়ে অষ্টম উইকেটে ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
বৃহস্পতিবার ব্লমফন্টেইনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। অজি পেসারদের তোপে রীতিমত ধস নামে প্রোটিয়াদের ব্যাটিং লাইন-আপে। প্রতিকূল পরিস্থিতিতেও ঢাল হয়ে দাঁড়ান বাভুমা। তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ভর করে ২২২ লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ১৪২ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১১৪ রানে অপরাজিত ছিলেন প্রোটিয়া অধিনায়ক। বাভুমার আগে প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন হার্শেল গিবস। ২০০০ সালে সেই ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০১ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। তবে দলের সব ব্যাটার আউট হয়ে গেলেও ওপেন করতে নেমে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছিলেন গিবস।
এদিকে, সহজ টার্গেট তাড়া করতে নেমে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। ১১৩ রানে ৭ উইকেট খুইয়ে জয় প্রায় হাতছাড়া হয়েই যাচ্ছিল অজিদের। তাদের ম্যাচে ফেরালেন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে না থাকা মার্নাস লাবুশেন। তাকে যোগ্য সঙ্গ দেন অ্যাশটন আগর। শেষ পর্যন্ত ৯৩ বলে ৮০ রানে অপরাজিত থাকেন লাবুশেন এবং ৬৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন অ্যাগার। ৪০.২ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
অথচ অজিদের জয়ের নায়ক মার্নাস লাবুশেনের খেলারই কথা ছিল না। একাদশে ছিলেন না লাবুশেন, ছিলেন বদলি খেলোয়াড়ের তালিকায়। গ্রিনের মাথায় বল লাগলে তিনি মাঠের বাইরে চলে যান। তার কানকাশন বদলি হিসেবে লাবুশেন ক্রিজে আসেন অস্ট্রেলিয়া পঞ্চম উইকেট হারানোর পর। বাকিটা ইতিহাস।
এফআই