বাংলাদেশের বিপক্ষে নেমেই ‘দ্রুততম ফিফটি’ রউফের
হারিস রউফের ছোড়া একেকটা গোলাবারুদের যেন কোনো জবাব নেই বাংলাদেশি ব্যাটারদের কাছে! নিজের কোটার প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন পাক এই পেসার। সেই সঙ্গে একটি মাইলফলকও স্পর্শ করলেন রউফ।
পাকিস্তানি পেসার হিসেবে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট পূর্ণ করেছেন তিনি। ৫০ উইকেট শিকার করতে ২৭ ইনিংস লেগেছে রউফের। একই সমান ইনিংসে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের লাইভ আপডেট পড়ুন এখানে
এছাড়া পাকিস্তানের পেসারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেটের রেকর্ডটি হাসান আলির দখলে রয়েছে। মোটে ২৪ ম্যাচে এমন নজির গড়েছিলেন তিনি। এছাড়া ২৫ ম্যাচে ৫০ উইকেট দখলে নিয়েছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
সুপার ফোরের প্রথম স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে বাংলাদেশ। এখন পর্যন্ত পতন হওয়া চার উইকেটের সবকটি দখলে নিয়েছেন পাক পেসারত্রয়ী শাহিন (১), নাসিম (১) ও রউফ (২)।
আজ ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেই সাফল্যের দেখা পান রউফ। অষ্টম ওভারের তৃতীয় বলটি খাটো লেন্থে করেছিলেন রউফ, নাঈম শেখ পুল করতে গেলে বল সোজা ওপরে উঠে যায়, বোলার দৌড়ে এসে নিজেই তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।
এক ওভার বাদে ইনিংসের নবম ওভারে আবারো আক্রমণে আসেন হারিস রউফ। আবারো সাফল্য। এবার শিকার বানান তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়কে।
এফআই