কোহলির যে পরামর্শে বদলে গেছেন বাবর
এশিয়া কাপে শুভসূচনা পেয়েছে পাকিস্তান। নবাগত নেপালের বিপক্ষে ২৩৮ রানের বড় ব্যবধানে জয়ের পর শনিবার ভারতের মুখোমুখি হবে ম্যান ইন গ্রিনরা। হাই-ভোল্টেজ ম্যাচটিতে খেলতে নামার আগে বাবর আজম জানালেন বিরাট কোহলির পরামর্শ তাকে কীভাবে বদলে দিয়েছে।
মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে গতকাল নবাগত নেপালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। টপ অর্ডারের ব্যাটারদের একের পর এক উইকেট বিলিয়ে আসার মাঝেই এক প্রান্তে ঢাল হয়েছিলেন কাপ্তান বাবর। পাকিস্তানি অধিনায়ক ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি হাঁকান এদিন। ১৩১ বলে ১৫১ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চার ও ৪ ছয়ে। পাকিস্তানের অধিনায়ক হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
বিশ্বকাপের আগে রান করার নেশা চেপেছে বাবরের। সর্বশেষ ১২ ম্যাচের ৮ টিতেই ফিফটি হাঁকিয়েছেন। এমন সাফল্যের পেছনে কোহলির হাত রয়েছে বলেও অকপট জানালেন পাকিস্তান অধিনায়ক।
আরও পড়ুন : বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে বিপিএল খেলবেন বাবর!
সম্প্রচার সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাবর বলেন, কোহলির থেকে অনেক কিছু শিখেছি। ওর মতো ক্রিকেটার যদি প্রশংসা করে, তাহলে আত্মবিশ্বাস বেড়ে যায়। বিরাটের সঙ্গে কথা বলাটা আমার কাছে খুবই গর্বের মুহূর্ত। ২০১৯ সালে বিরাটের সঙ্গে কথা হয়েছিল আমার। সেই সময় ও দারুণ ফর্মে। এখনও সেই ফর্মেই রয়েছে। আমার ব্যাটিং নিয়ে কোহলিকে প্রশ্ন করেছিলাম। ও আমাকে খুব গভীরভাবে অনেক কিছু বুঝিয়েছিল। সেটা আমাকে অনেক সাহায্য করেছিল।’
গত বছর কোহলিও পাকিস্তান অধিনায়কের প্রশংসা করেছিলেন। ভারতের সাবেক অধিনায়ক বলেছিলেন, ‘প্রথমদিন থেকেই বাবর আমাকে খুব সম্মান করে। ও খুব বড় মাপের ব্যাটার। এই মুহূর্তে সব ধরনের ক্রিকেটে ও ভালো খেলছে। তাতেও আমার প্রতি তার ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি।’
এবারের এশিয়া কাপ হচ্ছে ৫০ ওভারের। বিশ্বকাপের আগে নিজেদের মেপে নেওয়ার সুযোগ পাবে এশিয়ার দলগুলো। ভারত-পাকিস্তান ম্যাচ শুধু গ্রুপপর্বে নয়, সুপার ফোর এবং ফাইনালেও হতে পারে।
এফআই