গুরু নাভেদের মুখোমুখি তাওহীদ-তামিমরা
ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের তালিকা করতে গেলে ওপরের দিকেই থাকবে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়। মূল জাতীয় দল যেখানে বহুজাতিক টুর্নামেন্ট জিততেই ব্যর্থ সেখানে জুনিয়র টাইগাররা জয় করেছে বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব। ছোট বয়সে বিশ্ব জয় করা সেই তারকাদের অনেকেই এখন জাতীয় দলের নিয়মিত মুখ।
তাওহীদ হৃদয় অল্পদিনেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আস্থার প্রতীক হিসেবে। তানজিদ হাসান তামিম ইমার্জিং এশিয়া কাপে ঝলক দেখিয়েছেন। মূল দলে জায়গা পাওয়া সময়ের ব্যাপার মাত্র। শরিফুল ইসলাম দলে আছেন অনেকদিন থেকেই। আর শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিবরা আছেন ডাক পাওয়ার অপেক্ষায়।
এশিয়া কাপে অংশ নিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটাররা এখন আছেন শ্রীলঙ্কায়। সেখানে স্বাগতিক লঙ্কানদের সঙ্গে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ। আর এই ম্যাচেই নিজেদের পুরাতন গুরুর দেখা পাবেন বাংলার চার ক্রিকেটার। শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নাওয়াজ যে এককালে তাদেরই গুরু ছিলেন। এই নাভিদের হাত ধরেই বিশ্বকাপটাও পেয়েছিল বাংলাদেশ।
নিজের সাবেক শিষ্যদের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত নাভিদ নিজেও। শ্রীলঙ্কার সাবেক এই পেসার বাংলাদেশি শিষ্যদের মনে রেখেছেন। জানিয়েছেন শুভকামনাও, তবে লঙ্কানদের বিপক্ষে যেন খুব বেশি ভাল না করেন সেই প্রত্যাশাও আছে তার মনে, ‘আমি তাদের শুভকামনা জানাচ্ছি, তবে আশা করছি যে শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো খেলবে না।’
নিজের হাতে গড়া শিষ্যদের ক্রিকেটের বড় মঞ্চে দেখতে পেয়েও বেশ উচ্ছ্বসিত কোচ নাভিদ, ‘তাদের উন্নতি দেখে সত্যিই খুব ভালো লাগে, আশা করছি আন্তর্জাতিক পর্যায়ে তারা সাফল্য পাবে, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে শিখবে এবং কীভাবে আরও সামনে যাওয়া যায়, দলের প্রয়োজনে কাজ করার বিষয়গুলো পূরণ করা যাবে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের এতগুলো দিন পরেও সেই সুখস্মৃতি আজও তাজা নাভিদের মনে, ‘এটা (বিশ্বকাপ জয়) বড় একটা অর্জন। কারণ এটা ছিল তাদের সামনে আসা প্রথম চ্যালেঞ্জ। এখন তারা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা মানিয়ে নেবে, কীভাবে মানিয়ে নেবে এবং আরও ভালো ক্রিকেটার হিসেবে নিজেদের প্রস্তুত করবে সেই চ্যালেঞ্জ।’
এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হবার আগে সাবেক শিষ্যদের নিয়ে নিশ্চয়ই হিসেব কষে রাখবেন কোচ নাভিদ। তবে তার শিষ্যদের সামনে এখন চ্যালেঞ্জ গুরুর দেওয়া চ্যালেঞ্জ উৎরে যাওয়া। তাওহীদ, তামিম, শরিফুলরা সেই চ্যালেঞ্জে কতটা ভাল করবেন, তা দেখা যাবে পাল্লেকেলেতে ৩১ আগস্টের ম্যাচে।
জেএ